অসম প্রেমের পরিসমাপ্তি

- আপডেট সময় : ০৫:৪৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ৯৬৪৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি
নাটোরের ছাত্র মামুন কে বিয়ে করে সুখের সংসার গড়ার প্রায়সে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছিল সোসাল মিডিয়ায়।
খুবজীপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপিকা খায়রুন নাহার ২২ বছর বয়সী ছাত্রকে বিয়ে করে বেশ আনন্দই প্রকাশ করেছিলেন। পাশাপাশি তাহার ফ্যামিলি নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন। মাত্র ছয় মাসেই তাদের অসম প্রেমের প্রতিষ্ঠিত সংসারের পরিসমাপ্তি ঘটলো।
সহকারী অধ্যাপিকা খায়রুন নাহার শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসায় আত্মহত্যা করেছেন।
গত ১৩ ই আগস্ট শনিবার রাত আনুমানিক তিনটার দিকে তাহার ছাত্র স্বামী মামুন নিকটস্থ প্রতিবেশীদের ডেকে বলেন, তাহার স্ত্রী খায়রু নাহার গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন।
এলাকাবাসী গিয়ে লাস মেঝেতে দেখতে পান। তারা মামুনকে আটকে রেখে থানায় সংবাদ দেন এবং পুলিশ ঘটনা স্হলে এসে লাস ময়না তদন্তের জন্য নিয়ে যান এবং মামুনকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান।
তাহার মৃত্যুর রহস্য উদঘাটনের লক্ষ্যে তদন্ত চলছে, এবং লাসের ময়নাতদন্তের পরে পুলিশ মৃত্যুর সঠিক তথ্য নিশ্চিত করতে পারবে বলে জানিয়েছেন।
ছাত্রকে বিয়ে করে ভাইরাল হওয়া শিক্ষিকা এখন কেবলই ইতিহাস। মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারেনা’ মন্তব্য করা এই শিক্ষক-ছাত্রের অসম প্রেমের গন্তব্য ঠেকে গেল।