আকস্মিক ঝড়ে বিধ্বস্ত পাথরঘাটার কামমেঘা বাজার

- আপডেট সময় : ০৪:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ৯৬৪৪ বার পড়া হয়েছে
জাহিদুল ইসলাম॥
আজ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকার দিকে আকস্মিক ভাবে পূর্ব দিক থেকে প্রচন্ড গতি নিয়ে একটি কালো ঘুর্ণিঝড় আঘাত হানে বরগুনা ও পটুয়াখালী জেলার উপকূলীয় অঞ্চলে।
দমকা হাওয়ার গতিবেগ ছিলো প্রায় আশি কিলোমিটার।পটুয়াখালী ও বরগুনায় বৃষ্টির সাথে বজ্রপাতে ক্ষতি হয়েছে। পটুয়াখালীতে বজ্রপাতে এক জনের মৃত্যু হয়েছে। এবং আংশিক ভাবে অনেক প্রতিষ্ঠান ভেঙে গিয়েছে।
বরগুনায় সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে পাথরঘাটা উপজেলার উপকূলীয় কালমেঘা বাজারে এখানে একটি দোকান উল্টে গিয়েছে, এবং প্রায় অর্ধশত দোকান আংশিক ভাবে ভেঙে মূল্যবান জিনিস পত্র নষ্টো হয়েছে।
কালমেঘা খেয়াঘাটে তিনটি মাছ ধরার নৌকা ডুবে গিয়েছে। তবে কোনো হতাহতের ঘাটোনা ঘটেনি। কিন্তু দোকানের টিন ছুটে ছোড়াছুড়িতে দুইজন ব্যাক্তি মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন।
এই কালো ঝড়টি একঘন্টা পরে নিস্তেজ হয়েছে। অন্যাথায় মারাত্নক ক্ষতি হতো বলে জানিয়েছেন বাজারে বিশিষ্ট ব্যাবসায়ী সমিতি।
এইচ/কে