ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে কুমিল্লায় জাকের পার্টির বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৬:১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
- / ৯৬৬২ বার পড়া হয়েছে
অবিলম্বে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে মুসলিমদের হত্যা বন্ধ ও ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান চেয়েছে জাকের পার্টি।
শুক্রবার (২৭ অক্টোবর) জুমার নামাজের পর কুমিল্লা টাউন হল ময়দান থেকে নিউ মার্কেট হয়ে পুলিশ লাইন হয়ে আবার ও টাউন হলে এসে উপস্থিত হয় দলটির নেতাকর্মীরা।
একই সময়ে দেশব্যাপী সব জেলা ও মহানগরে অনুষ্ঠিত ইসলামী জনসভা করা হয়েছে বলেও জানিয়েছে দলটি।
জাকের পার্টি কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি এডভোকেট আবুল হোসেন মজুমদার বলেন, ফিলিস্তিনের গাজায় যেভাবে অবরুদ্ধ করে মুসলমানদের হত্যা করা হচ্ছে, তা এতো নির্মম ও নিষ্ঠুর অথচ তা বিশ্ব বিবেককে কাঁদায় না। ওষুধ, পানি, খাদ্য, বিদ্যুৎ সব বন্ধ করে দিয়ে তিলে তিলে হত্যা করা হচ্ছে গাজার শিশু, কিশোর থেকে শুরু করে সর্বস্তরের নিরীহ মানুষকে। কিন্তু পশ্চিমা বিশ্ব, ওআইসি এবং ওআইসি অন্তর্ভুক্ত দেশগুলোর শাসকদের পক্ষ থেকে কোনও প্রতিকার নেই, প্রতিবাদ নেই, সমাধানের পদক্ষেপ নেই।
সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জাকের পার্টি কুমিল্লা মহানগরের সভাপতি আলহাজ্ব ফতেহ আলী মেম্বার,জাকের পার্টি কুমিল্লা মহানগরের নেতা কাশেম কমিশনার , জাকের পার্টি ছাত্রফ্রন্ট কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সভাপতি ইমতিয়াজ হোসেন মাদানী সনেট , জাকের পার্টি ছাত্রফ্রন্ট কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন বিপ্লবী, প্রমুখ।
















