ব্রেকিং নিউজ ::
চলতি বছরের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
আহনাফ আবতাহির,শিক্ষা ডেস্ক৷৷
- আপডেট সময় : ০৮:৩৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ৯৬৭৯ বার পড়া হয়েছে
২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ঘোষণা করেছে শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার এ সংক্রান্ত এক নির্দেশনায় বোর্ড থেকে জানানো হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষার অনলাইনের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১৬ এপ্রিল। জরিমানা ছাড়া ফরম পূরণ চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।
বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত ওই নির্দেশনা থেকে এসব তথ্য জানা যায়।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, বিলম্ব ফিসহ আবেদন ২৯ এপ্রিল শুরু হয়ে চলবে ২ মে পর্যন্ত। পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৩০ জুন।ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য ২,৬৮০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২,১২০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।