ব্রেকিং নিউজ ::
কুতুবদিয়া সমুদ্র উপকূল থেকে ভাসমান ট্রলার উদ্ধার করেনঃ কোস্টগার্ড
বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০৫:৫৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ৯৬১০ বার পড়া হয়েছে
আজিজ উদ্দিন,জেলা প্রতিনিধি, কক্সবাজার॥
ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ১৭ জেলে নিয়ে সাগরে ভাসছিল ট্রলারটি। গতকাল শনিবার কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্র উপকূল থেকে ট্রলারটি উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা।
আজ রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ আগস্ট এফ ভি “মা-বাবার দোয়া-২” নামক ফিশিং ট্রলারটি ভোলার তজুমুদ্দিন ঘাট থেকে মাছ ধরার উদ্দেশে সাগরে যায়। পথিমধ্যে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রনহীন ভাবে সমুদ্রে ভাসতে থাকে।
গতকাল শনিবার বিকেলে ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জাতীয় হেল্প লাইন ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ড পূর্ব জোন অবিহিত হয়। এরপর অক্ষত অবস্থায় সবাইকে উদ্ধার করা হয়। জেলেদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়েছে।