ব্রেকিং নিউজ ::
খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ জিয়ারত করলেন/ প্রধানমন্ত্রী

বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০১:১৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬২২ বার পড়া হয়েছে
ভারতের রাজস্থানে আজমীর শরীফে সুফি সাধক হযরত খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেখানে নফল নামাজ আদায় এবং দোয়া ও মোনাজাত করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আজমীর শরীফে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী এ নামাজ আদায় করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজমির শরিফে পৌঁছে প্রধানমন্ত্রী নফল নামাজ আদায় ও মোনাজাত করেন। মোনাজাতে দেশ, জাতি এবং গোটা মুসলিম উম্মাহর উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।
পরে প্রধানমন্ত্রী সেখানে ফাতেহা পাঠ করেন এবং দোয়া-দরুদ পড়েন। এরপর আজমির শরিফ ঘুরে দেখেন।