খানসামায় আব্দুস সাদেক মাস্টার / স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:১০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- / ৯৬৬৬ বার পড়া হয়েছে
নবিজুল ইসলাম নবীন – নীলফামারী প্রতিনিধি,
“ক্রীড়ায় শান্তি, ক্রীড়ায় প্রগতি, মাদককে না বলি” এই প্রতিপাদ্যকে ধারন করে দিনাজপুর খানসামায় আব্দুস সাদেক মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে টংগুয়া রকেট ক্লাব মাঠে রকেট ক্লাবের আয়োজনে এই ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার
আহমেদ পিপিএম।
ফাইনাল খেলায় যে দল দুটি পরস্পর প্রতিদ্বন্দিতা করেছেন সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার বনাম চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর আইডিয়াল ক্লাব।
ঘন্টাব্যাপী এই খেলায় কেউ কাউকে গোল দিতে না পারায়, ট্রাইবেকারে এক গোলে জয়লাভ করেন রাণীরবন্দর আইডিয়াল ক্লাব।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম।
এ সময় সম্মানী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি এ এস এম ওবাডদুল্লাহ, পুলিশ সুপার র্যাব-১ ঢাকা মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ(সার্কেল) মোঃ খোদাদাদ হোসেন, খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিউল আজম চৌধুরী লায়ন, চার্টার
অ্যাকাউন্টেন্স ঢাকা, মোঃ মাহাবুর রহমানসহ অনেকে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিনাজপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও টংগুয়া রকেট ক্লাবের
সভাপতি মোঃ মাহবুব রহমান।