ব্রেকিং নিউজ ::
চট্টগ্রামে পৌঁছেছেন তাহের শাহ্ | বাংলাদেশ

বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ১১:২৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ৯৬২৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
বার আউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রাম পৌঁছেছেন আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মজিআ)। তাঁর সঙ্গে এসেছেন পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মজিআ) ও আল্লামা সৈয়দ কাসেম শাহ (মজিআ)।
গত শুক্রবার(৮অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাহের শাহ সহ উনার সফরসঙ্গী’রা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।
আগামীকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রামে ঐতিহ্যবাহী জশনে জুলুছ বের করা হবে। জশনে জুলুছে নেতৃত্ব দিবেন আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মজিআ)।