জাতীয় দল নির্বাচন নিয়ে প্রশ্ন কোচ সালাউদ্দিনের
- আপডেট সময় : ০৭:৪৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯৬৭৫ বার পড়া হয়েছে
বিপিএলের মাঝপথে ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড। যে দলে নেই দারুণ ছন্দে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার জাকের আলী অনিক।
জাতীয় দলের নির্বাচকেরা কোন বিবেচনায় দল গড়েন, সে প্রশ্ন তুলেছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন। এদিন খুলনা টাইগার্সকে সাত উইকেটে হারিয়েছে তার দল।
শ্রীলঙ্কা সিরিজের দলে পাঁচ ওপেনার থাকার কথা উল্লেখ করে সালাউদ্দিন বলেন, ‘আমরা যদি বুঝতাম দল নির্বাচনের প্রক্রিয়া, তাহলে আরও ভালো জায়গায় থাকতাম। আমি বাংলাদেশ টিম দেখলাম। আপনি ৫টা ওপেনার রাখছেন, মিডল অর্ডারে ২টা ব্যাটসম্যান মনে হয়। একটা সুবিধা আছে হয়তো, সবসময় বাংলাদেশ ওপেনিংই করবে, ১৬-১৭ ওভার পর্যন্ত ওপেন করবে, এটা একটা সুবিধা হতে পারে। তবে রাইট জায়গায় রাইট প্লেয়ার পিক করাটা খুব জরুরি।’
তিনি আরও যোগ করেন,‘তারা কী বুঝে কী নির্বাচন করে সেটা আসলে বুঝি না আমি। যারা উপরের দিকে রান করছে তাদের নিয়ে নিছে। একটা ছেলে যে ৫ নাম্বারে ব্যাটিং করতেছে সে ৫০ করবে না এটাই স্বাভাবিক। হয়তো ৫ বলে ২০ রান করবে, সেটাই দিনশেষে বড় ইমপ্যাক্ট ফেলে।’
কুমিল্লার হয়ে এই মৌসুমে মিডল অর্ডারে দারুণ খেলছেন জাকের আলী অনিক। ১৩৪ স্ট্রাইক রেটে ৬৭ গড়ে ১৪৯ রান করেন জাকের। খুলনার বিপক্ষে গতকাল ৩১ বলে সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত ছিলেন। জাকেরকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাশা করেছিলেন সালাউদ্দিন।
না থাকা জাকেরের উদাহরণ দিয়ে সালাউদ্দিন বলেন, ‘জাকেরের কথাটা সব সময় আপনারা ভুলে যান, আপনারা কেউ কিন্তু আসলে কখনোই জিজ্ঞাসা করেন না। ছেলেটার হয়তো চেহারা একটু কালো, এই কারণে আমার মনে হয়, বোর্ডও তাকে দেখে না ঠিকমতো। আপনারা ৬ নম্বর, ৭ নম্বরে প্লেয়ার খোঁজেন। এই ছেলেটা লাস্ট কয়েকটা ম্যাচ থেকে খুবই ভালো খেলছে। তার স্ট্রাইক রেট যদি দেখেন আর সে প্রতিটা দিনই আমাদের ক্রুশাল মোমেন্টে রানটা করে দিচ্ছে এবং সে অনেক সেনসিবল।