ঢাকায় আসছেন সংগীতশিল্পী আতিফ আসলাম
- আপডেট সময় : ০৬:৪৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / ৯৭৭৩ বার পড়া হয়েছে
ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটাই ইঙ্গিত দিলেন তিনি।
ওই পোস্টে আতিফ বিস্তারিত তথ্য না জানালেও, জানা গেছে আগামী ১৯ এপ্রিল ঢাকায় গাইতে আসছেন তিনি। রাজধানীর বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে লেটস ভাইব আয়োজিত দুই দিনব্যাপী ‘আর্টস অ্যান্ড মিউজিক’ শিরোনামের ফেস্টে গাইবেন তিনি।
যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে চাইছেন না আয়োজকেরা। বিষয়টি অস্বীকার না করে তাঁরা বলছেন, ‘সকল আপডেট ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।’প্রসঙ্গত, ২০০৪ সালে প্রকাশ পায় আতিফের প্রথম অ্যালবাম ‘জাল পরি’। এই অ্যালবামের ‘ভিগি ইয়াদিন’, ‘এহ্সাস’, ‘মাহি ভে’, ‘আদাত’, ‘আখন সে’ ও ‘জাল পরি’ গানগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরপরই বলিউডের ‘কলিযুগ’ ছবিতে তাঁর ‘আদাত’ গানটি ব্যবহৃত হয়। রাতারাতি তিনি পৌঁছে যান খ্যাতির শিখরে।
এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ। এ ছাড়া ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় পারফর্ম করেছেন তিনি। এবার ফের ঢাকা মাতানোর পালা।
















