তাড়াশে ১৮০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ
- আপডেট সময় : ০৯:৪৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ৯৬৩১ বার পড়া হয়েছে
সাব্বির মির্জা।
সিরাজগঞ্জের তাড়াশে ১৮০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই ট্যাব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেজবাউল করিমের সভাপতিত্বে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.মো.আব্দুল আজিজ।
উপজেলার ৩০টি এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির সমন্বিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা ১৮০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর উপহার ট্যাব তুলে দেন।
এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, কোমলমতি শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং অর্জিত জ্ঞানকে দেশের কল্যাণ নিয়োগ করতে হবে।
২০২১ সালের জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় ক্রয় করা ট্যাবগুলোর মধ্যে প্রয়োজনের অতিরিক্ত গুলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহার হিসেবে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,ভাইস চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন খান ও প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.ফকির জাকির হোসেন প্রমূখ।