তৃণমূলে উন্নতমানের সু-চিকিৎসা সেবা সংস্থা নিয়ে এলো সিপিএইচডি গ্রুপ

- আপডেট সময় : ০৫:০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
- / ৯৬৪৩ বার পড়া হয়েছে
আবু সুফিয়ান :
সিপিএইচডি গ্রুপ অফ কোম্পানির সিইও বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্বনামধন্য অর্থনীতিতে PHD ডিগ্রীধারী অর্থনীতিবিদ শিক্ষাবিদ গণিতবিদ রাজনীতিবিদ বিশ্লেষক উদ্যোক্তা ড.সায়েম আমির ফয়সল।
ড.সায়েম অমির ফয়সল তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অসচ্ছলতা অর্থনৈতিক ভঙ্গুরতা দূর করে অর্থনৈতিক সচ্ছলতা দান ও মানব সেবার লক্ষে ২০১৯ সালে সিপিএইচডি গ্রুপ অফ কোম্পানির যাত্রা শুরু করেন।
সাধারণ হত দরিদ্র খেটে খাওয়া তৃণমূল মানুষ যারা গ্রামে বাস করে , অর্থনৈতিক অসচ্ছলতার কারণে ভালো হাসপাতালে বা ক্লিনিকে উন্নত মানের চিকিৎসা করাতে পারেনা ।
ভালো ও উন্নত মানের চিকিৎসা করাতে হলে যেতে হয় শহর,আবার অনেক সময় দেখা যায় অনেক হাসপাতাল , ক্লিনিকে চিকিৎসায় এই সাধারণ মানুষ গুলোকে ভোগান্তি ও প্রতারণিত হতে হয়।
এইসব দূর করে গ্রামের তৃণমূল মানুষের কাছে সিপিএইচডি গ্রুপ অফ কোম্পানি উন্নতমানের সু-চিকিৎসা সেবা পৌঁছে দিতে সারা বাংলাদেশে উপজেলা ভিত্তিক সিপিএইচডি ডায়াগনস্টিক হেলথকেয়ার ক্লিনিক কনসুলেশন সেন্টার চালু করছে ইতিপূর্বেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের সিরাজগঞ্জের সলঙ্গায় এবং যশোরে এটি উন্নত মানের সু চিকিৎসা সেবা প্রদান করছেন।
খুব শীঘ্রই সিপিএইচডি ডায়াগনস্টিক হেলথকেয়ার ক্লিনিক কনসুলেশন সেন্টার সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় চালু হবে তৃণমূল পর্যায়ে সাধারণ হত দরিদ্র মানুষের মাঝে উন্নত মানের সু চিকিৎসা সেবা প্রদান করবে।
দক্ষ চিকিৎসক এবং উন্নতমানের আধুনিক যন্ত্রপাতি সবচেয়ে ভালো মানের ঔষুধ দিয়ে প্রতিষ্ঠান টি সেবা প্রদান করবে।