দুর্গাপুরে বালুবাহী ট্রাক কেরে নিলো মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ
- আপডেট সময় : ০৫:২৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / ৯৬৪৩ বার পড়া হয়েছে
আনিসুল হক সুমন, দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে সরক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম(১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহিম দুর্গাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল হান্নান এর ছোট ছেলে,সে দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসার নবম শ্রেণির একজন মাধবী ছাত্র।
পরিবার সূত্রে জানাযায়,গত বুধবার দুপুরে দূর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর নামক স্থানে বালুবাহী ট্রাক, মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষার্থী আব্দুর রহিম গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ৫দিন যাবত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ১০ ডিসেম্বর রাত ১২টার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে আব্দুর রহিম। সোমবার দুর্গাপুর দ্বীনি আলিম মাদরাসা প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানায় নিহত আব্দুর রহিমের পরিবার।
শিক্ষার্থীর আব্দুর রহিমের অকাল মৃত্যুতে তার আত্মীয় স্বজন,বন্ধু-বান্ধব,শিক্ষক, সহপাঠী সহ সকল শুভাকাঙ্ক্ষী দের মাঝে বইছে শোকের ছায়া।
এ বিষয়ে উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক পরিবারের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এব্যপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব এর মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করায় কথা বলা যায়নি।