ব্রেকিং নিউজ ::
দেশে ফিরছে বাংলাদেশ দল

বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০৪:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ৯৬৪৭ বার পড়া হয়েছে
টি-টোয়ান্টি বিশ্বকাপ মিশন শেষ করে আজ রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে ফিরছেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
সবকিছু ঠিক থাকলে আজ সোমবার (৭ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করবেন বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে হারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করলো সাকিবের দল। সাউথ আফ্রিকার পরাজয়ে সেমি-ফাইনালে খেলার সুযোগ সামনে থাকলেও ব্যর্থ হয় টাইগাররা।
যেকোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে এবারই প্রথমবারের মতো দু’টি জয় পায় বাংলাদেশ। স্মরণীয়, আলোচিত এবং সমালোচিত এক বিশ্বকাপ খেলে সোমবার সকাল ১০টায় অস্ট্রেলিয়া থেকে ঢাকার উদ্দ্যেশে অ্যাডিলেড ত্যাগ করেছে বাংলাদেশ দল।