ব্রেকিং নিউজ ::
নিচ্ছিলেন ডাকাতির প্রস্তুতি/ যেতে হলো শ্রীঘরে

বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০১:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬১৮ বার পড়া হয়েছে
মিরসরাই উপজেলার জোরারগঞ্জে থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মোহাম্মদ হৃদয় (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিএসআরএম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আটক আসামিকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
আটক হৃদয় ফটিকছড়ির হেঁয়াকো এলাকার হেঁয়াকো ট্রাক চালক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম ড্রাইভারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন জানান, গ্রেফতারকৃত আসামি বিভিন্ন সময় মিরসরাইতে এসে নানান অপকর্ম করতো। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ডাকাতি, চুরিসহ একাধিক অভিযোগ রয়েছে। তাকে মঙ্গলবার চট্টগ্রাম কোর্ট প্রেরণ করা হয়েছে।