বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে আমতলীতে যুবলীগের শান্তি সমাবেশ | রাজনীতি
- আপডেট সময় : ০২:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ৯৬২৬ বার পড়া হয়েছে
নিরানন্দ রায়, দিনাজপুর প্রতিনিধিঃ
বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাস এবং ষড়যন্ত্রমুলক রাজনীতি ঠেকাতে আমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলাধীন ১০নং পনট্রি ইউনিয়নের আমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবলীগ শান্তি সমাবেশ করেছে। এসময় শান্তি সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর-এ কামাল।
তিনি বলেন, বিএনপি-জামায়াত যে রাজনীতি করে সেই রাজনীতি মোটেও সমীচিন নয়। জ্বালাও-পোড়াও করে পার পাবে না তারা। তাদের অশুভ শক্তির ও সন্ত্রাস , নৈরাজ্য প্রতিহত করতে আমরা ইউনিয়নে প্রস্তুত আছি। তিনি আরও বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনে আবারও জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনা সরকার দরকার।
এসময় উপস্থিত ছিলেন , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুর-এ কামাল, চেয়ারম্যান ১০নং পুনট্রি ইউনিয়ন পরিষদ। এবং মোক্তাদির জামান মন্ডল ও উপজেলা যুবলীগের সহ- সম্পাদক মোঃ মেহেদী হাসান সহ মোঃ আক্তার হোসেন খোকন, সাধারণ সম্পাদক প্রমূখ।