ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব ওলীর বেছালত দিবস/ ৭ সফর কৈজুরী জাকের মঞ্জিলে শুরু

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৬২০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের কৈজুরীতে নির্মিত জাকের মঞ্জিলে ফাতেহান শরীফ শুরু

আগামীকাল রবিবার শোক বিধুঁর পবিত্র ৭ই সফর। বেদনা বিধুর এ দিবস বিশ্বওলী হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের পবিত্র ওফাত দিবস।

আজ থেকে ২১ বছর আগে ৬ই সফর সোমবার রাত ১ টা ৩৫ মিনিট মোতাবেক ৭ই সফর মঙ্গলবার বিশ্ব ওলী (কুঃ ছেঃ আঃ) দেশ বিদেশের কোটি কোটি অনুসারীকে শোক সাগরে ভাসিয়ে দারুল বাকায় তশরীফ নেন।

বেদনাবিধুঁর ৭ই সফর উপলক্ষ্যে ফরিদপুরের কোতোয়ালীর ছায়াঘেরা নিটোল পল্লী কৈজুরীতে নব নির্মিত জাকের মঞ্জিলে পবিত্র ফাতেহা শরীফ শুরু হয়েছে।

আজ শনিবার মাগরিব নামাজ শেষে ২ রাকায়াত করে ৬ রাকায়াত নফল নামাজ আদায় ও বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে ফাতেহা শরীফের আনুষ্ঠানিকতা শুরু হবে। তেলাওয়াতে কালামে পাক, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার, দফায় দফায় মিলাদ মাহফিল ও মুনাজাত, ওয়াজ নসিহত, পবিত্র বেছালক্ষণ স্মরণে রাত ১ টা ১০ মিনিট থেকে রাত ২ টা পর্যন্ত বিশেষ অনুষ্ঠানমালা বিশেষ করে বিশ্ব ওলীর (কুঃ ছেঃ আঃ) রওযা শরীফ যিয়ারত করা হবে।

বিশ্ব ওলীর বিরহ কাতর মানুষ নানা দিক থেকে ছুটে আসছেন কৈজুরীতে নির্মিত জাকের মঞ্জিলে। ভারী বর্ষণ উপেক্ষা করে মানুষের ছুটে আসা,আল্লাহ আল্লাহ জেকের ধ্বনীতে আলাদা এক আবহ বিরাজ করছে কৈজুরীতে।

যথাসম্ভব স্বাস্থ্য বিধি মেনে জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মী,সমর্থক ও শুভানুধ্যায়ী সহ শান্তিকামী মানুষ সমবেত হয়েছেন ফাতেহা শরীফে। বিশ্ব ওলীর (কুঃ ছেঃ আঃ) বিচ্ছেদ বেদনায় কাতর কান্না ব্যাকুল মানুষের ঐকতানে মুহ্যমান কৈজুরী।

২৯ টি ডিপার্টমেন্টের মাধ্যমে সুচারুপে চলছে মহতী আয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্ব ওলীর বেছালত দিবস/ ৭ সফর কৈজুরী জাকের মঞ্জিলে শুরু

আপডেট সময় : ১২:০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের কৈজুরীতে নির্মিত জাকের মঞ্জিলে ফাতেহান শরীফ শুরু

আগামীকাল রবিবার শোক বিধুঁর পবিত্র ৭ই সফর। বেদনা বিধুর এ দিবস বিশ্বওলী হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের পবিত্র ওফাত দিবস।

আজ থেকে ২১ বছর আগে ৬ই সফর সোমবার রাত ১ টা ৩৫ মিনিট মোতাবেক ৭ই সফর মঙ্গলবার বিশ্ব ওলী (কুঃ ছেঃ আঃ) দেশ বিদেশের কোটি কোটি অনুসারীকে শোক সাগরে ভাসিয়ে দারুল বাকায় তশরীফ নেন।

বেদনাবিধুঁর ৭ই সফর উপলক্ষ্যে ফরিদপুরের কোতোয়ালীর ছায়াঘেরা নিটোল পল্লী কৈজুরীতে নব নির্মিত জাকের মঞ্জিলে পবিত্র ফাতেহা শরীফ শুরু হয়েছে।

আজ শনিবার মাগরিব নামাজ শেষে ২ রাকায়াত করে ৬ রাকায়াত নফল নামাজ আদায় ও বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে ফাতেহা শরীফের আনুষ্ঠানিকতা শুরু হবে। তেলাওয়াতে কালামে পাক, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার, দফায় দফায় মিলাদ মাহফিল ও মুনাজাত, ওয়াজ নসিহত, পবিত্র বেছালক্ষণ স্মরণে রাত ১ টা ১০ মিনিট থেকে রাত ২ টা পর্যন্ত বিশেষ অনুষ্ঠানমালা বিশেষ করে বিশ্ব ওলীর (কুঃ ছেঃ আঃ) রওযা শরীফ যিয়ারত করা হবে।

বিশ্ব ওলীর বিরহ কাতর মানুষ নানা দিক থেকে ছুটে আসছেন কৈজুরীতে নির্মিত জাকের মঞ্জিলে। ভারী বর্ষণ উপেক্ষা করে মানুষের ছুটে আসা,আল্লাহ আল্লাহ জেকের ধ্বনীতে আলাদা এক আবহ বিরাজ করছে কৈজুরীতে।

যথাসম্ভব স্বাস্থ্য বিধি মেনে জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মী,সমর্থক ও শুভানুধ্যায়ী সহ শান্তিকামী মানুষ সমবেত হয়েছেন ফাতেহা শরীফে। বিশ্ব ওলীর (কুঃ ছেঃ আঃ) বিচ্ছেদ বেদনায় কাতর কান্না ব্যাকুল মানুষের ঐকতানে মুহ্যমান কৈজুরী।

২৯ টি ডিপার্টমেন্টের মাধ্যমে সুচারুপে চলছে মহতী আয়োজন।