বৃত্তি পরীক্ষা না দিয়েও প্রাথমিকে পেলেন ট্যালেন্টপুল বৃত্তি |
- আপডেট সময় : ০২:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ৯৬০৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীেত ২০২২ সালে প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় অংশ না নিয়েও এক শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভের খবর পাওয়া গেছে। তবে ওই শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পরীক্ষায় অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জেলার গলাচিপা উপজেলার সুতাবাড়িয়া সারকেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর এমন ফল প্রকাশ হয়েছে।
এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মাহবুব মল্লিক জানান, বৃত্তি পরীক্ষায় তিন জন অংশগ্রহণের কথা থাকলেও অসুস্থ হওয়ায় ওই শিক্ষার্থী পরীক্ষায় বসে নাই। এ ফল সঠিক নয়।
উপজেলা শিক্ষা অফিসের সূত্র জানিয়েছে, গলাচিপায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬০ জন আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ১২৭ জন। এ ব্যাপারে গলাচিপা উপজেলার শিক্ষা অফিসার মো. মীর রেজাউল ইসলাম জানান, বিষয়টি জেনেছি। এ ব্যাপারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল জানান, গলাচিপায় বৃত্তি পরীক্ষার ফলাফল অপ্রত্যাশিত। তবে ওই শিক্ষার্থীর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।