ব্লক চেইন পদ্ধতিতে, অবাধ ও সুষ্ঠ নির্বাচন চায়:- জাকের পার্টি

- আপডেট সময় : ১১:৫৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ৯৬৪৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক।।
ইসির সাথে বৈঠকে জাকের পার্টি,আসন্ন-২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৭শে জুলাই, রোজঃবুধবার,প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেয় জাকের পার্টি।
জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামিম হায়দারের নেতৃত্বে এ দিন আলোচনা সভায় অংশ নেয় জাকের পার্টি। ব্লক চেইন নামক আনহ্যাকেবল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে নির্বাচনকে অবাধ,সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তোলার প্রস্তাব উত্থাপন করে জাকের পার্টি।
মহাসচিব বলেন,”বাংলাদেশের সাধারণ মানুষের মনে নির্বাচনের প্রতি অনীহা সৃষ্টি হয়েছে,তারা নিজেদেরকে ও পরিবারের সদস্যদেরকে ভোটকেন্দ্রে নিয়ে যেতে নিরাপত্তাহীনতায় ভুগছে।
এমতাবস্থায় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেব জনগণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও রক্তপাত এড়ানোর জন্য ব্লক চেইন প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপের কথা জানান।
এছাড়া তিনি আরো বলেন যে,জাকের পার্টি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে যখনই সংলাপের আমন্ত্রণ পেয়েছে তখনই সাড়া দিয়ে সংলাপে অংশ নিয়েছে।
গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে এবং অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য ঘরে বসে অ্যাপের মাধ্যমে ভোট প্রদান নিশ্চিত করা ছাড়া বিকল্প কোনো উপায় নেই।
বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশই ইতিমধ্যে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, তবে নির্বাচনে কেনো প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে না এমন বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেন বক্তারা।
বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে নির্বাচনে ব্লক চেইন প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে বিশ্ব দরবারে অনন্য দৃষ্টান্ত স্হাপন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।