মিরসরাইয়ে ও দেখা যাচ্ছে/ চোখ উঠা রোগী

- আপডেট সময় : ০২:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৩৪ বার পড়া হয়েছে
হঠ্যৎ মিরসরাইয় উপজেলায় ও চোখ ওঠা রোগী দেখা যাচ্ছে। ভাইরাল কনজাংটিভাইটি বা চোখের রোগ। এটাকে চোখ উঠা বলেও অনেকে অভিহিত করে থাকেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে এখন চোখের সমস্যায় আক্রন্ত রোগী দেখা যাচ্ছে।
জানা যায়,কনজাংটিভাইটিস বা চোখের আবরণ কনজাংটিভার প্রদাহ রোগটি ছোঁয়াচে। ফলে দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে।
কনজাংটিভাইটিসের লক্ষণ হলো চোখের নিচের অংশ লাল হয়ে যাওয়া, চোখে ব্যথা, খচখচ করা বা অস্বস্তি। প্রথমে এক চোখ আক্রান্ত হয়, তারপর অন্য চোখে ছড়িয়ে পড়ে।
এ রোগে চোখ থেকে পানি পড়তে থাকে। চোখের নিচের অংশ ফুলে ও লাল হয়ে যায়। চোখ জ্বলে ও চুলকাতে থাকে। আলোয় চোখে আরও অস্বস্তি হয়।
কনজাংটিভাইটিস রোগটি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে ছড়ায়। রোগীর ব্যবহার্য রুমাল, তোয়ালে, বালিশ অন্যরা ব্যবহার করলে এতে আক্রান্ত হয়। এ ছাড়া কনজাংটিভাইটিসের জন্য দায়ী ভাইরাস বাতাসের মাধ্যমেও ছড়ায়। আক্রান্ত ব্যক্তির আশপাশে যারা থাকে, তারাও এ রোগে আক্রান্ত হয়।
এই রোগ থেকে পরিত্রাণ পেতে হলে সবসময় হাত, চোখ পরিষ্কার রাখতে হবে। চোখকে ধুলাবালি থেকে মুক্ত রাখতে হবে। হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু সাথে রাখতে হবে। আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আসা পরিহার করতে হবে। সে সময়ে চোখে সানগ্লাস ব্যবহার করতে হবে।