মিরসরাইয়ে কাটাছড়া/ ছাত্রলীগের নতুন কমিটি

- আপডেট সময় : ০২:১৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৬০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম: মিরসরাই উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) বিকেলে মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির এক প্রেস বিজ্ঞপ্তি’তে আগামী ১বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা।
সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষে নব গঠিত কমিটিতে মোঃ শরীফুল ইসলাম’কে সভাপতি ও নুরুল আজীম’কে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।
সদ্য ঘোষিত কাটাছড়া ছাত্রলীগের নতুন কমিটির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পিতা-মাতার কবর জিয়ারতের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
এসময় কাটাছড়া ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা জিয়ারতে অংশ নেন।এ সময় তারা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বাবা-মায়ের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও দরুদ পাঠ ও মোনাজাত করেন।