বাংলাদেশ & সাউথ আফ্রিকা ম্যাচে ৪রানে পরাজিত হয় বাংলাদেশ
যে কারণে মাহমুদুল্লাহ রিয়াদের লেগ বিফোরে চার রান যোগ হয়নি
- আপডেট সময় : ০২:০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
- / ৯৬৯২ বার পড়া হয়েছে
চলমান টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ৪ রানে হেরেছে বাংলাদেশ। প্রোটিয়াদের ১১৩ রানে আটকে রাখে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১০৯ রানে আটকে যায় বাংলাদেশ।
আম্পায়ারের একটি ভুল সিদ্ধান্তের কারণে চারটি রান থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। এদিকে ম্যাচটি ৪ রানে হেরেছে বাংলাদেশ। তাই টাইগার ভক্তদের অনেকের মনেই আম্পায়ারের ভুল সিদ্ধান্তে স্কোরবোর্ডে সেই ৪ রান যুক্ত না হওয়া নিয়ে আফসোস রয়েছে। অনেকের মনেই আবার প্রশ্ন, কেন ওই ৪ রান পেল না বাংলাদেশ?
ঘটনাটি ম্যাচের ১৭তম ওভারের। পেওটনিল বার্টম্যানের বল মাহমুদউল্লাহর পায়ে লেগে চলে যায় বাউন্ডারির বাইরে। এর আগেই অবশ্য এলবিডব্লুর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। এরপর মাহমুদউল্লাহ রিভিউ নিলে দেখা যায়, বল স্টাম্পে আঘাত করেনি। আম্পায়ারের সিদ্ধান্ত তাই পাল্টে যায়। অর্থাৎ মাহমুদুল্লাহ নটআউট থেকে যান। কিন্তু ওই বাই চার রান পায়নি বাংলাদেশে।
আইসিসির নিয়ম অনুযায়ী, আম্পায়ার আউট দেওয়ার সঙ্গে সঙ্গে বল ডেড হয়ে যায়। অর্থাৎ ওই বল থেকে কোন রান পাবে না দল। এই নিয়মের ফাঁদে পড়েই লেগ বাই হিসেবে ওই ৪ রান পায়নি বাংলাদেশ।