রাবিতে পোষ্য কোটা বাতিলসহ ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

- আপডেট সময় : ০৪:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
- / ৯৬৬৩ বার পড়া হয়েছে
মনির হোসেন মাহিন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে ফের অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার ( ২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ভর্তি করানো হচ্ছে। তারাই আবার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছেন। শিক্ষকদের যদি চক্ষু লজ্জা থাকে তাহলে তাদের এখান থেকে বের করে নেওয়া হোক। ভর্তি জালিয়াতি করে যে শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো রকম তদন্ত করছে না। রাবি ক্যাম্পাস পোষ্য কোটায় নামে যে পরিবর্তন করা হয়েছে। এতে করে শিক্ষার কাঠামোগত পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা চাই তাদের ভর্তি প্রক্রিয়া বাতিলসহ পোষ্য কোটা বাতিল করা হোক। আমরা অসাংবিধানিক পোষ্যকোটা বাতিল চাই।
এসময় রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ খান বলেন, রাবি শিক্ষকদের বিবেক কি কাজ করে না। তারা কেন অযোগ্যদের ভর্তির সুযোগ দিচ্ছে? তাদের কি মূল্যবোধ কাজ করে না? শিক্ষকদের অযোগ্য ছেলে-মেয়েদের ভর্তি করানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি। আমাদের বিশ্ববিদ্যালয় কি তাহলে শিক্ষার্থী পাচ্ছে না। ফেল করা শিক্ষার্থীদের ভর্তি করাতে হবে? পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এ কোটা সিস্টেম তাহলে কি আমরা ভেবে নিবো আমাদের শিক্ষরাও পিছিয়ে পড়া জনগোষ্ঠী।
রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন,সাধারণ শিক্ষার্থীরা ৬০ মার্ক পেয়েও চান্স পাচ্ছে না কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অযোগ্য ছেলে মেয়েরা যারা ফেল করেও পৈতৃক কোটা নামে পোষ্য কোটায় ভালো সাবজেক্টে চান্স পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী হচ্ছেন। আমরা পোষ্য কোটা নামে এমন প্রহসন আর চাইনা। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ ধারাবাহিক কর্মসূচি চলমান থাকবে।
এসময় তিন দফা দাবি পেশ করেন তিনি।
দাবিগুলো হলো:
১.প্রক্সি জালিয়াতি বন্ধ করতে হবে।
২.ফেল করা শিক্ষার্থীদের ভর্তি বাতিল করতে হবে।
৩.পোষ্য কোটা বাতিল করতে হবে।
কর্মসূচিতে প্রায় এক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।