লালমনিরহাটে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

- আপডেট সময় : ০২:৩০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ৯৬৫৬ বার পড়া হয়েছে
চয়ন কুমার রায়,লালমনিরহাট জেলা প্রতিনিধি।
লালমনিরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্ল্যাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড মতিয়ার রহমান, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, সিভিল সার্জেন নির্মলেন্দু, বীর প্রতীক ক্যাপ্টেন অবঃ আজিজুল ইসলাম হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা খাতুন।
আলোচনায় বক্তারা ‘জুলিও কুরি’ পদক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দরা।