শানাকা ক্যাচ আউট, রান আউট, তারপরও নটআউট, সুপার ওভারে আসলে কী ঘটেছিল
- আপডেট সময় : ০২:১৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৯৭০৭ বার পড়া হয়েছে
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ফাইনালের আগে শ্রীলঙ্কার বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে নেমেছিল ভারত। নির্ধারিত ওভার শেষে ভারত-শ্রীলঙ্কার ম্যাচ টাই হলে সুপার ওভারে গড়ায়। সেখানে ঘটে নানা নাটকীয়তা। দাসুন শানাকাকে বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেল আউট দেন, শানাকা রানআউটও হন। তারপর আবার সিদ্ধান্ত বদলে নটআউট দেন আম্পয়ার। আসলে সেখানে কী হয়েছিল?
সুপার ওভারের চতুর্থ বলে স্ট্রাইকে লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। বল করছিলেন বাঁহাতি পেসার আর্শদীপ সিং। শট খেলতে গেলে বল কিপারের হাতে যায়, বোলারের কট বিহাইন্ডের আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার গাজী সোহেল।শানাকা বলের দিকে খেয়াল না করে রান নিতে যান। এ সময় উইকেটকিপার সঞ্জু স্যামসন শানাকাকে রান আউট করেন। পরক্ষণেই দেখা যায় লঙ্কান ব্যাটার রিভিউয়ের আবেদন করেছেন এবং আম্পায়ার তার সিদ্ধান্ত বদলে নটআউট দিয়েছেন। এ বিষয়টিকে কোনোভাবেই মানতে পারছিলেন না ভারতীয় ফিল্ডাররা।
বিষয়টি নিয়ে শ্রীলঙ্কান হেড কোচ সনাৎ জয়সুরিয়া বলেছেন, ‘নিয়ম অনুযায়ী, আপনি ক্যাচের আবেদন করলে শানাকা থার্ড আম্পায়ারের কাছে যেতে পারবেন। আম্পায়ারের প্রথম সিদ্ধান্ত প্রথমে বিবেচনা করা হবে, দ্বিতীয়টি নয়। সেই নিয়ম অনুযায়ী শানাকা রিভিউ নেন এবং সেটা নটআউট ছিল। প্রকৃতপক্ষে এটাই ঘটেছে।’অবশ্য পরের বলে ক্যাচ আউট হন শানাকা। ৩ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ১ বল খেলে সহজে ম্যাচ জিতে নেয় ভারত।এ ম্যাচে আগে ব্যাট করা ভারত অভিষেক শর্মার ৬১ ও তিলক ভার্মার ৪৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করে। জবাব দিতে নেমে পাথুম নিশাঙ্কার সেঞ্চুরি এবং কুশল পেরেরার ফিফটিতে শ্রীলঙ্কাও ২০২ রান করলে ম্যাচ টাই হয়।














