শ্রীপুরে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৫২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৯৬১৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দারিয়াপুর ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রনেতা মইনুল ইসলাম সুজনের সঞ্চালনায় ও
দারিয়াপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ সোহেল শেখের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মুকুল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান (লিটন), জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক লিটন মোল্লা, শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, ছাত্রদলের আহবায়ক ইয়াসিন আলী (সোহেল) যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, মহিলা দলের সভানেত্রী শাহানা ফেরদৌস (হ্যাপি), জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু, শ্রীপুর উপজেলা কৃষকদের সাবেক আহবায়ক মোঃ ওয়াদুদ মোল্লা, দারিয়াপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ রফিকুল আলম প্রদীপ প্রমূখ।
অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ছিলেন দারিয়াপুর ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও ঢাকা জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী মোঃ তরিকুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ মছিহুল আজম, সাবেক চেয়ারম্যান কাজী মহিদুল আলম মুহিদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম সোহাগ,দারিয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ রোকন বিশ্বাস,দারিয়াপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, যুবদল নেতা মনিরুল ইসলাম মুক্ত, মোঃ সুজন শেখ, মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন কৃষক দলের দলের যুগ্ম আহবায় ডাঃ রফিকুল ইসলাম, সমাবেশে দারিয়াপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মী ছাড়াও উপজেলা বিএনপির নেতাকর্মী অংশগ্রহণ করেন।