সড়কে ট্রাক-থ্রি হুইলার মুখোমুখি সংঘর্ষ
- আপডেট সময় : ১২:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ৯৬৯৮ বার পড়া হয়েছে
(রাজু আহমেদ) স্টাফ রিপোর্টার॥
রাজবাড়ী সদর উপজেলার কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মৃধা কলেজের সামনে ট্রাক- থ্রি হুইলার মুখোমুখি সংঘর্ষে ৯জন মারাত্বক ভাবে আহত হয়েছেন।এদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন-মাহেন্দ্রের চালক ও সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধারা গ্রামের আজগর আলী মোল্লার ছেলে চান মিয়া (৪০), কালুখালি উপজেলার ঝাওগ্রামের আনোয়ার হোসেনের ছেলে আসরাফ হোসনে (৪০), কালুখালী উপজেলার কাট মিস্ত্রি মোঃ রানা (৩৫),কালুখালী উপজেলার বাংলাদেশ হাট চরনারায়নপুর গ্রামের নিরাঞ্জন হালদারের ছেলে সুজন হালদার (৩৫), কালুখালী উপজেলার কালিকাপুর গ্রামের বিসু দাসের মেয়ে সবিতা রানি (৫০)।বাকি ৪জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেগেছেন।হাসপাতালে থাকা ৫জনের মধ্যে মাহেন্দ্র চালক সহ ৩জনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয় পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম, এম, আসাদুজ্জামান জানান,পাংশা থেকে আসা একটি মাহেন্দ্র মৃধা কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাহেন্দ্র চালক সহ ৯জন মারাত্বাক ভাবে আহত হয়। এদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক।তিনি আরও জানান, ঘটনার পর পরই ট্রাক চালক ও চালকের সহযোগীকে আটকের চেষ্টা চলছে।তবে এছাড়া পিকআপ ও থ্রি হুইলার কে আটকা করা হয়েছ।















