সদরপুরে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন | বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ১০:৪১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
- / ৯৬৩২ বার পড়া হয়েছে
সোবহান সৈকত,সদরপুর(ফরিদপুর)
ফরিদপুরের সদরপুরে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি, আওয়ামীলীগ অফিস ভাংচুর এবং কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বাজারের প্রধান সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে এলাকার সাধারণ জনগণ, কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী-ছাত্রী, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলো।
মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস, কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর খান, বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাতুব্বর, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণন সম্পাদক প্রাণ কৃষ্ণ চৌধুরী, ইউপি সদস্য নজরুল ইসলাম নুরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা ইউনিয়ন পরিষদ ভাংচুরের নেতৃত্বদানকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির ও তার ভাই মিঠু ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের সদস্য-সদস্যা, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ ইউনিয়নের হাজার হাজার জনগণ। মানববন্ধন শেষে বিক্ষপ মিছিল করে।
এ ঘটনায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারের সাথে কথা হলে তিনি বলেন, কৃষ্ণপুরে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ৫জনকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তিনি গ্রেফতার হওয়ায় কারণে কথা বলা যায়নি।