ব্রেকিং নিউজ ::
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু | দূর্ঘটনা
বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০৫:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৬৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি॥
আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ২০২২) বিকেল সোয়া ৪টার দিকে ইউনিয়নের মাটিকোড়া গ্রামে কৃষকরা মাঠে ধানের পরিচর্যা করার সময় হঠাৎ মেঘ দেখে মাঠের মধ্যে একটি সেচ পাম্পের ঘরে আশ্রয় নেন ১৩ জন কৃষক।
এ সময় বজ্রপাতের শিকার হন তারা। তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে গিয়ে দেখে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। আর বাকিরা সবাই আহত
গ্রামবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে আহতদের হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নেয়ার পথে আরও ২ জন নিহত হয়েছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা গিয়েছেন।
উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে ০৯ জন নিহত হয়েছে জানতে পেরেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ইতোমধ্যে লাশ উদ্ধার করেছে।
এইচ/কে















