ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুন্ডের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের// ২৫ লক্ষ টাকার অর্থ সহায়তা দিলো বিদ্যানন্দ ফাউন্ডেশন |

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
  • / ৯৬২৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি।।

১লা আগস্ট বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, সীতাকুন্ডের বিএম ডিপোর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ২৫ লক্ষ টাকার অর্থ সহায়তা প্রদান করেন বিদ্যানন্দ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ সহায়তা তুলে দেন, চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মমিনুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক বদিউল আলম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাশ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মমিন বলেন,
“বিএম ডিপোর অগ্নিকান্ডে চট্টগ্রামবাসী মানবতার যে পরিচয় দিয়েছে, তা দেখে আমরা অভিভূত। আমি ব্যক্তিগতভাবে বিদ্যানন্দ সহ সাহায্যের হাত বাড়িয়ে দেয়া সকলকে ধন্যবাদ জানাই।”

ভবিষ্যতে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে তিনি জেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সহায়তা করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব বদিউল আলম বলেন, “বিদ্যানন্দ আমাদের কাছে একটা রোড মডেল। তাঁরা এতোদিন পরেও আহতদের খোঁজ খবর রেখেছে, এটা সত্যিই প্রশংসনীয়।”

সভাপতির বক্তব্যে বিদ্যানন্দ প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ জানান, “এই সহায়তা মানুষ দিয়েছে। আমরা শুধু পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করেছি। মানুষ বিদ্যানন্দের উপর আস্থা রাখে,তাই যে দায়িত্ব আমরা পেয়েছি, তা পালন করতে পেরে আমরা এখন চাপমুক্ত অনুভব করছি।”

অনুষ্ঠানে অগ্নিকান্ডে কোনপ্রকার সহায়তা পাননি, এমন ২৮ টি আহত পরিবারকে বিভিন্ন অংকের অনুদান দেয়া হয়,সর্বোচ্চ দুই লক্ষ টাকা থেকে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকার অনুদান সহ সর্বমোট ২৫ লক্ষ টাকা প্রদান করা হয়।

উল্লেখ্য বিএম ডিপোর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের স্থানীয় ঘর পরিদর্শন ও যাচাই বাছাই করে এই ২৮ টি পরিবারকে অনুদানের জন্য নির্বাচন করা হয়। এর আগে গত সপ্তাহে বরগুনায় লঞ্চের অগ্নি দূর্ঘটনায় নিহতদের পরিবারকে ষোল লক্ষ টাকার অনুদান দেয় দেশের অন্যতম এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীতাকুন্ডের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের// ২৫ লক্ষ টাকার অর্থ সহায়তা দিলো বিদ্যানন্দ ফাউন্ডেশন |

আপডেট সময় : ০২:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২

চট্টগ্রাম প্রতিনিধি।।

১লা আগস্ট বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, সীতাকুন্ডের বিএম ডিপোর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ২৫ লক্ষ টাকার অর্থ সহায়তা প্রদান করেন বিদ্যানন্দ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ সহায়তা তুলে দেন, চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মমিনুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক বদিউল আলম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাশ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মমিন বলেন,
“বিএম ডিপোর অগ্নিকান্ডে চট্টগ্রামবাসী মানবতার যে পরিচয় দিয়েছে, তা দেখে আমরা অভিভূত। আমি ব্যক্তিগতভাবে বিদ্যানন্দ সহ সাহায্যের হাত বাড়িয়ে দেয়া সকলকে ধন্যবাদ জানাই।”

ভবিষ্যতে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে তিনি জেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সহায়তা করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব বদিউল আলম বলেন, “বিদ্যানন্দ আমাদের কাছে একটা রোড মডেল। তাঁরা এতোদিন পরেও আহতদের খোঁজ খবর রেখেছে, এটা সত্যিই প্রশংসনীয়।”

সভাপতির বক্তব্যে বিদ্যানন্দ প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ জানান, “এই সহায়তা মানুষ দিয়েছে। আমরা শুধু পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করেছি। মানুষ বিদ্যানন্দের উপর আস্থা রাখে,তাই যে দায়িত্ব আমরা পেয়েছি, তা পালন করতে পেরে আমরা এখন চাপমুক্ত অনুভব করছি।”

অনুষ্ঠানে অগ্নিকান্ডে কোনপ্রকার সহায়তা পাননি, এমন ২৮ টি আহত পরিবারকে বিভিন্ন অংকের অনুদান দেয়া হয়,সর্বোচ্চ দুই লক্ষ টাকা থেকে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকার অনুদান সহ সর্বমোট ২৫ লক্ষ টাকা প্রদান করা হয়।

উল্লেখ্য বিএম ডিপোর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের স্থানীয় ঘর পরিদর্শন ও যাচাই বাছাই করে এই ২৮ টি পরিবারকে অনুদানের জন্য নির্বাচন করা হয়। এর আগে গত সপ্তাহে বরগুনায় লঞ্চের অগ্নি দূর্ঘটনায় নিহতদের পরিবারকে ষোল লক্ষ টাকার অনুদান দেয় দেশের অন্যতম এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

http://এইচ/কে