স্বপ্নতরী-৭১ এর বর্ষাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

- আপডেট সময় : ০২:২৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৪৪ বার পড়া হয়েছে
স্বপ্নতরী-৭১ এর বর্ষাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির চতুর্থ পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার(১৬সেপ্টেম্বর) পূর্ব খইয়াছরা ঝর্ণা রোড় সংলগ্ন হজরত আয়েশা ( রহঃ) মসজিদ ভিত্তিক কবরস্থানে, গ্রিন মীরসরাইর পৃষ্ঠপোষকতায়।
স্বপ্নতরী-৭১ এর সভাপতি খান মোহাম্মদ মোস্তফা’র পরিচালনায় সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসাইন’র৷ সার্বিক সহযোগিতায় কর্মসূচিত উপস্থিত ছিলেন কবি ও সমাজকর্মী সাইফুল ইসলাম নাঈম, মোহাম্মদ নোবেল, হজরত আয়েশা রহঃ মসজিদ ভিত্তিক কবরস্থান কমিটির পরিচালক নেজাম উদ্দিন, মোরশেদ, স্বপ্নতরী-৭১ সহ-সভাপতি জহির রায়হান, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসাইন, সিনিয়র সদস্য আরিফ হোসাইন, সদস্য হৃদয়, সাকিব, শুভাকাঙ্ক্ষী ইফতেখার উদ্দিন বাপ্পি, ফাইয়াজ ইসলাম ফরহাদ, রোবায়েত হোসাইন সাদী, মিরাজ, সাব্বির প্রমুখ।
এইসময় স্বপ্নতরী-৭১ এর সভাপতি খান মোহাম্মদ মোস্তফা বলেন, “বৈশ্বিক পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আমাদের পরিবেশের ভারসাম্য যেমন জরুরি, ঠিক তেমনই বেশি-বেশি বৃক্ষরোপণ অতীব গুরুত্বপূর্ণ। স্বপ্নতরী-৭১ একটি পরিবেশবাদী সংগঠন।
আমরা শুরু থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা, ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি সহ মানুষকে পরিবেশ বিষয়ে সচেতনামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। আমরা ইতিমধ্যেই ছয় বছর অবধি বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে আসছি।
এইবার পুরো বর্ষাব্যাপী স্বপ্নতরী-৭১ লাগাতার বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে, এবং ভবিষ্যতে স্বপ্নতরী-৭১ দীর্ঘমেয়াদী পরিবেশবান্ধব কর্মসূচি হাতে নেবে। এই কর্মযজ্ঞে পরিবেশ সচেতন সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি। পৃষ্ঠপোষকতার জন্য নূরুল হুদা মুন্না’র প্রতি আমাদের কৃতজ্ঞতা।”