ব্রেকিং নিউজ ::
বন্যায় হাসপাতালে নেই বিদ্যুত, মোমের আলোতে জন্ম নিলো ৬১ শিশু
মুন্নি ইয়াছমিন
- আপডেট সময় : ০৮:২৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ৯৬৪৭ বার পড়া হয়েছে
ফেনীতে অপরিবর্তিত বন্যা পরিস্থিতে হাসপাতালগুলোতে বেড়েছে বন্যার পানিবাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। অন্যদিকে মোমের আলোতে জন্ম নিয়েছে নবজাতক শিশুরা।
বন্যা পরিস্থিতির জন্য হাসপাতালগুলোতে বিদ্যুৎ সংযোগ না থাকায় অন্ধকারময় পরিস্থিতিতে জন্ম নিয়েছে ৬১ জনের বেশি শিশু। ফেনী জেনারেল হাসপাতালে গত সাত দিন ধরে মোমবাতি বা মোবাইল টর্চের আলোতে প্রসব ও সেলাইয়ের কাজ করা হচ্ছে।
জেলার চারদিকে কেবল থইথই পানি। বানের জলে ভাসছে ঘরবাড়ি। জীবন বাঁচাতে আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। ভেঙে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা, নেই মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেটবিহীন সময়টাতে স্বজনদের সঙ্গে যোগাযোগও করতে পারছেন না অনেকেই।
ফেনী ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে কলেরা, ডায়রিয়া রোগীসহ দেখা গেছে সাপের কামড়ের আক্রান্ত রোগীও।