এ জয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠার দৌড়ে টিকে রইল পাকিস্তান। অপরদিকে, শ্রীলঙ্কার আসর থেকে বিদায় হয়ে গেছে।
পাকিস্তানের জয়ে এশিয়া কাপে বাংলাদেশের ফাইনাল খেলার সমীকরণও সহজ হয়ে পড়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতকে হারালেই ফাইনালে উঠে যাবে টাইগাররা। তবে শক্তিশালী ভারতের বিপক্ষে জয় না এলে শেষ ম্যাচ হবে ‘ডু অর ডাই’।
দুবাইতে আজ ভারত জিতলে ৪ পয়েন্ট নিয়ে তাদের ফাইনাল নিশ্চিত। সেক্ষেত্রে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে চোখ থাকবে সবার। ওই ম্যাচে যে জিতবে, তারাই খেলবে ফাইনাল। তবে কোনো কারণে ম্যাচটি যদি পরিত্যক্ত হয়, তবে ফাইনালে দেখা যাবে পাক-ভারত লড়াই।














