রাতে আফগানিস্তান বাংলাদেশের ম্যাচ
- আপডেট সময় : ০৮:৫৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ৯৬৫৫ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক॥
এশিয়া কাপের ১৫তম আসরে আফগানিস্তানের বিপক্ষে আজ মঙ্গলবার রাতে মাঠে নামবে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করতে চায় টাইগাররা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচটি সরসারি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) টি-স্পোটর্স ও নাগরিক টেলিভিশন।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক) আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহেদি, মোহাম্মদ সাইফুউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নাঈম শেখ এবং তাসকিন আহমেদ।
আফগানিস্তান দল
মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আসমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমদ, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ফজলহক ফারুকী, হাসমতউল্লাহ শাহিদি, হযরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাভিন উল হক, নূর আহমদ, রশিদ খান ও সামিউল্লাহ শেনওয়ারি।














