সীতাকুন্ডের ভাটিয়ারিতে/ ছেলের হাতে বাবা খুন
- আপডেট সময় : ১০:০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬০৭ বার পড়া হয়েছে
সীতাকুন্ডের ভাটিয়ারিতে ছেলের হাতে খুন হয়েছে পিতা বেলাল হোসেন(৬০) আজ মঙ্গলবার (৬ সেপ্টম্বর) দুপুরে ১১টায় ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব হাসনাবাদ এলাকার বাবু কলোনীতে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বেলাল হোসেন নোয়াখালীর সুধারাম থানার উত্তর ওয়াপদা পূর্ব সুরলিক্কা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।
জানা যায়, আসামী হেলালের সাথে এক মেয়ের প্রেমের সম্পর্ক চলছিল।সেই মেয়েকে বিয়ে করার জন্যে সে প্রতিদিন বাবার উপর চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু তার পিতা ছেলে বেকার তাই বিয়ে করাতে রাজি হচ্ছিলনা। এতে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাতে হত্যা করে। এসময় দস্তাদস্তিতে নিহত বেলাল হোসেনের আরেক ছেলে রুবেল আহত হন। ঘটনার পর পরই সে পালিয়ে যায়।
খবর পেয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টরে তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, পারিবারিক কলহের জেরে বৃদ্ধ বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় বখাটে ছেলে হেলাল (২০)। এতে তিনি রক্তাক্ত হয়ে পড়েন। তাকে প্রথমে বিএসবিএ হাসপাতাল ও পরে চমেকে নিয়ে যাবার পথে মারা যান। মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।