রাবিতে ‘আইন চর্চা ও আইনের শাসন’/ শীর্ষক জাতীয় সেমিনার
- আপডেট সময় : ০১:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬২২ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও আইন বিভাগের যৌথ আয়োজনে ‘আইন চর্চা ও আইনের শাসন: মানবাধিকার সুরক্ষা ও জনঅধিকার প্রতিষ্ঠার গুরুত্ব’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে দুই দিনব্যাপী এই সেমিনারের সমাপনী পর্ব শেষ হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি রুহুল কুদ্দুস, রাবি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল ইসলাম ও বেসরকারি উন্নয়ন সংস্থা এএলআরডি-এর নির্বাহী পরিচালক শামসুল হুদা। সেমিনারটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, আইনের শিক্ষার্থীরা আইনের সঠিক জ্ঞানার্জনের পাশাপাশি সুষ্ঠুভাবে আইন চর্চা ও প্রয়োগ করার মাধ্যমে দেশকে এগিয়ে নিবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
সেনিমানে আইন চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের আইন মেনে চলার পাশাপাশি অপরকে আইন মানতে অনুপ্রাণিত করারও আহ্বান জানিয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আইনের শিক্ষার্থীরা যা শিখেছে নিজের জীবনে তা বাস্তবায়ন করলে জাতি উপকৃত হবে। একটা সময় আইনের প্রয়োজন হয়নি, কিন্তু মানুষের মধ্যে যখন পুঁজিবাদ ও ভেদাভেদ বাড়ল তখনই আইনের প্রচলন শুরু হলো। তবে সমাজে সাম্য ও আইনের শাসন প্রতিষ্ঠা না করা গেলে সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। আইন যেন সত্যনির্ভর ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রয়োগ হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য এই পেশার সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে সংখ্যালঘু পানি ও ভূমি অধিকার নিয়ে আলোচনা করেন বিচারপতি রুহল কুদ্দুস। তিনি তাঁর বক্তব্যে উগ্র সাম্প্রদায়িতা পরিহার করে সকলের সমঅধিকার প্রতিষ্ঠার জন্য দেশে একই ধরণের শিক্ষাব্যবস্থা চালুর কথা তুলে ধরেন যাতে ধর্মকে কেন্দ্র করে জাতি বিভক্ত হয়ে না পড়ে। একটি দেশে সকল ধর্মের মানুষ সমঅধিকার প্রাপ্ত হবেন এটাই কাম্য বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
এসময় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.মো. সুলতান-উল-ইসলাম,আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান প্রমুখ। সেমিনারটিতে বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষকসহ বিভিন্ন বর্ষের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।