কক্সবাজারে ২৭ সেপ্টেম্বর /পর্যটন দিবস উপলক্ষে উৎসবের আয়োজন
- আপডেট সময় : ০৯:০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৪৬ বার পড়া হয়েছে
আজিজ উদ্দিন॥
আগামী ২৭ সেপ্টেম্বর ২০২২ পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার বীচ ম্যানেজমেন্ট কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপি পর্যটন উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অন্যতম ষ্পন্সর হিসাবে থাকছে দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্টান বসুন্ধরা গ্রুপও। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে কেন্দ্র করে কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগ বাস্তবায়নে বসুন্ধরা গ্রুপের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
জেলা প্রশাসক এসময় বলেন- ‘যেখানে কক্সবাজারকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উন্নয়নমুখি পদক্ষেপ গ্রহন করে যাচ্ছেন। সেখানে বসুন্ধরা গ্রুপের অংশগ্রহণকে আমি স্বাগত জানাই।
আমি আহ্বান জানাই দেশের অন্যান্য ব্যক্তি এবং প্রতিষ্টানগুলোও পর্যটনকে প্রসারে ভুমিকা রাখতে এগিয়ে আসুন।
কক্সবাজারের সপ্তাহব্যাপি পর্যটন উৎসবের সদস্য সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট (এডিএম) মো আবু সুফিয়ান এ বিষয়ে জানান-‘ আমরা কক্সবাজারকে ব্যান্ডিং করতে চাই। আমরা চাই কক্সবাজারের প্রকৃতিকে অক্ষুন্ন রেখে দেশ-বিদেশের ভ্রমণপিপাসু পর্যটকরা এখানকার প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশ স্বাচ্ছন্দ্যে উপভোগ করুন।’
এজন্য দেশ-বিদেশের মানুষের কাছে কক্সবাজারকে সবার তুলে ধরা দরকার। পর্যটন দিবস উপলক্ষে থাকছে কক্সবাজার চেম্বার অফ ইন্ড্রাষ্ট্রি ও মহিলা চেম্বার অফ ইন্ড্রাষ্ট্রির উদ্যোগে পর্যটন মেলা। মেলায় অংশ নিচ্ছে কক্সবাজারের তরুণ উদ্যোক্তারা।
বেশির ভাগ তরুণ নারী উদ্যোক্তা পর্যটন মেলার স্টল গুলোতে খাবার, কাপড় ও বিভিন্ন খেলনার স্টল করতে দেখা যাবে। সাথে থাকবে উপজাতি উদ্যোক্তার বিভিন্ন পণ্যের স্টল।
পর্যটন দিবসে আরো থাকছে বীচের উন্মুক্ত মঞ্চে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নৃত্যু ও দেশীয় শিল্পীদের উন্মুক্ত কর্নসাট।
এইচ/কে