ব্রেকিং নিউজ ::
ঘূর্ণিঝড় সিত্রাং; নোয়াখালীতে ৪০১ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে | আবহাওয়া

বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০৭:৪৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ৯৬৩২ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নোয়াখালী জেলা প্রশাসন। সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল,ঘূর্ণিঝড় মোকাবিলায় ৪০১ আশ্রয়কেন্দ্র খোলা সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সকালে নিজ সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
জেলা প্রশাসক বলেন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খুলেছি। সেইসঙ্গে উপকূলে ৮ হাজার ৩৮০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার মজুত রাখা হয়েছে। এছাড়া মেডিকেল টিম, সার্বক্ষণিক মোবাইল টিম আগে থেকেই প্রস্তুত রয়েছে।