ব্রেকিং নিউজ ::
রংপুর সিটি নির্বাচন ডিসেম্বরে

বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০১:২৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ৯৬২৫ বার পড়া হয়েছে
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর। ভোট নেওয়া হবে ইভিএমে। আজ সোমবার এ তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৯ নভেম্বর। যাচাই বাছাই ১ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ করা হবে ৯ ডিসেম্বর।
২০৫ দশমিক ৭০ বর্গকিলোমিটার আয়তনের রংপুর সিটি করপোরেশনের লোকসংখ্যা প্রায় ৮ লাখ। এ সিটিতে ভোটারের সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার। ২০১২ খ্রিষ্টাব্দের ২৮ জুন এ সিটি গঠিত হয়।
সর্বশেষ রংপুর নির্বাচন হয়েছিল ২০১৭ খ্রিষ্টাব্দের ২১ ডিসেম্বর। ২০১৭ খ্রিষ্টাব্দের এই সিটির পুরো নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছিল ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।