ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বার্তার “সাহিত্য কন্ঠ”

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৩৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • / ৯৭৪৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
  • হৃদয়ে রেখো আমায়
    অং ছাইন চাক, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।
  • প্রিয়, তুমি আছো আমার হৃদয়ে,
    সযত্নে রেখেছি গোপন কক্ষে লুকিয়ে।
    বুকে কম্পন হচ্ছে হারাবার ভয়ে,
    চিরকাল অবস্থান করো বুকে শুয়ে।
  • কথা দাও আমাকে আমার হাত ধরে,
    যেখানে যাবে আমাকে নেবে সঙ্গে করে।
    তুমিহীনা একা থাকতে পারি না,
    সেজন্যে বলছি একা রেখে যেওনা।
  • সত্যিই বলছি ভালোবাসি তোমাকে,
    বিশ্বাস করো ভুল বুঝো না আমাকে।
    চন্দ্র আর তারার মতো
    পাশে অবস্থান করো শক্তপোক্ত,
    ঘৃণা করো না আমায় প্রিয়
    আজীবন তোমার পাশে থাকার অনুমতি দিও।

বাংলাদেশের বার্তার “সাহিত্য কন্ঠ”

  • হঠাৎ যদি হয় দেখা
    কল্পনা দাস
  • চলার পথে হঠাৎ কোথাও হয় যদি গো দেখা–
    পারবে, পারবে কি গো চিনতে আমায়!
    একটু থেমে আমায় ডেকে বলবে কি গো কথা।
    বলবে কি গো, চলো বসি দুজনে, কাছের কোনো কফি সপে।
    মুখোমুখি বসবো যখন, মুগধ হয়ে অপলক চেয়ে থাকবে কি গো আগের মতন।
  • আরো একটু সময় নিবে কি চেয়ে, বলবে কি, চলো না হাঁটি খোলা আকাশের নিচে নির্জন নিরালায়।
    জানতে কি চাইবে, কেমন আছি আমি?
    আর তুমি বিনে এতোদিন কেমনই বা কেটেছে আমার?
    তুমিও কি বলবে ,কেমন করে করছো দিনপাত।
  • হয়তোবা আমি মিছেই ভাবছি এতোকিছু।
    এসবের কোনোটাই করবে না তুমি।
    একটু মুচকি হেসে নতুবা দেখতে পেয়েও না দেখার অভিনয় করে এড়িয়ে যাবে,
    কিংবা অচেনা পথিক হয়েই বিদায় হবে আমার।
  • কষ্টগুলো
    মোঃ আব্দুল মালেক
  • বুকের পাঁজর ভাঙ্গা আমার কেন করিস এতো আদর,
    নিয়তির এ নির্মমতা সয়না রে তোর সুখের – চাদর,
    এতো কষ্ট বুকে নিয়ে যাচ্ছে আমার প্রতি – প্রহর,
    চোখের জল তো শুকিয়ে গেছে এ ধরাটা সত্যি – নশ্বর ।
  • তুই কি-রে ভাই স্বার্থছারা বুঝিস – না আর কিছু,
    এতো – স্বার্থ রাখবি কোথায় মরণ ডাকছে পিছু,
    সেদিন কি আর নড়তে পারবি মাথা করে নীচু,
    একটুখানি ত্যাগে তোরে করতে পারতো অনেক উঁচু ।
  • তুই তো ভাবিস বাচ্চা-মানুষ বুঝিনা তোর সবখেলা,
    না-বুঝিবার ভান করি ভাই দেখছি শুধু তোরলীলা,
    গায়ের জোরে টাকার-ভারে তোর দাপটে ঝালাপালা,
    একদিন ঠিকই বুঝবে রে ভাই তখন দেখবি নাইবেলা ।
  • তোরই স্বজন যাচ্ছে ছেড়ে বুঝিসনা ক্যান সোনাভাই,
    স্বার্থটা তোর মজ্জাগত আপনজনের দরকার নাই,
    বাবার সাথী দাদার সাথী চেয়ে দেখনা কেহই নাই,
    স্বার্থ ছেড়ে দেখনা একবার কোনোকিছুর অভাব নাই ।
  • তোর দেওয়া সব কষ্টগুলো রাখছি খুব যতনে,
    কষ্টগুলো পূজিঁ করেই সুখ পেয়েছি জীবনে,
    ফেরত চাইলে দেবনা আর সুখ-সমাহার ভূবণে,
    তোর কাছে খুব ঋণী আমি জানি আমি মনে-প্রাণে।
  • বর্ণমালা এক পরিবার।
    মফয়জুর রহমান, লন্ডন
  • বর্ণমালা পথের ধারে লিখুক কাঁটার বন
    ফুটবে সেথা সুগন্ধিরা গোলাপ সন্ধিক্ষণ ।
    বন্ধু হবে মেঘের তড়িত ভুলবে যত ক্রোধ
    ফানুস উড়ে যুদ্ধ বিমান ফুলঝুরি বারুদ ।
    আর কতদিন মরতে হবে বুদ্ধিহীনের মত
    জ্ঞান অবতার মানুষরূপে এখনো অজ্ঞাত।
    বলছে সময় জীবন ধারণ ভুগান্তে নির্দেশ
    অশান্তি আজ ঝড়ি হাওয়া ছিন্ন পরিবেশ ।
    মরার আগে মুমূর্ষতা শোকসমাচার হলো
    শান্তিমিশন বিশ্বসভা দেখছে সাদা-কালো।
    বর্ণমালা এক পরিবার হয়তো সুখ বারতা
    বাসরঘরে এক যুবতী শুনবে কাহার কথা।
    রক্তমাখা দেহ বাসে নিযুত জবাবদিহি
    উইঢিপিতে কবর ঘুমায় নাম জানেনা মহি।
    খর’দুপুরে ঘুমিয়ে থাকে রাতের-পেচক হুটি
    পিঁপড়ে খাবে চাঁদের রুটি রক্ত খাবে মাটি ।
    জাগ্রত হও সময় এখন বলিষ্ট হাত ঘুসি
    মরার আগে লড়াই করে লহুর কলম মসি।
    মরবোনা আর দেহের কসম বলি বিশ্বম্ভরে
    দুরন্ত-ঝড় বয় প্রতিবাদ সব রুহানি জোড়ে।
  • ট্রফি কার?
    কাঁকন কিবরিয়া
  • ফুটবল বিশ্বকাপ উন্মাদনায়
    আনন্দিত আজ বিশ্ব,
    তার মধ্যে খেলছে আবার
    ম্যারাডোনার শিষ্য।
    গুরু ম্যারাডোনা আর
    শিষ্য তাহার মেসি,
    আর্জেন্টিনা দলের পক্ষে
    সমর্থনে আছি।
    নিপুন ভাবে খেলে মেসি
    দলের একজন হয়ে,
    অন্য দলেরা আতঙ্কে থাকে
    মেসির গোলের ভয়ে।
    আমরা সবাই আর্জেন্টিনা
    মেসির ভীষণ ভক্ত,
    এই দলকে হারানো
    অনেক বেশি শক্ত।
    যে, যার দলের হয়ে
    দেখতে থাকো খেলা,
    আরও দেখো মেসির জাদু
    আসলে তাহার পালা।
    যে দেশগুলো খেলছে এবার
    বিশ্বকাপ আসরে,
    শুভেচ্ছা আর অভিনন্দন
    জানাই তাদের তরে।
  • ভালো মানুষ
    খালিদ বিন আকরাম
  • ভালো মানুষ সেরা মানুষ
    যে কেউ হতে পারে,
    ভালো মানুষ তর্ক হলে
    ইচ্ছে করে হারে।
  • ভালো যারা ভদ্র তারা
    দোষ ধরে’না কারো,
    হৃদয় তাদের নরম হয়
    হয়না কভু বড়।
  • ভালো মানুষ কথা কয়
    যখন যেটা লাগে,
    নিম্নমুখী পথ চলে, আর
    চলেনা তো আগে।
  • ভালো মানুষ চিনতে হলে
    থাকো তাহার সাথে,
    দেখবে তারা গভীর রাতে
    তাজবি হাতে জাগে।
  • ভালো মানুষ কোনো সময়
    কষ্ট দেয়না কারো,
    চেষ্টা যদি তুমিও করো
    ভালো হতে পারো।
  • ভালো মানুষ খায়’না হারাম
    অল্প হলেও সুখ,
    ভালো মানুষ হাসতে জানে
    দেয়না কারো দুখ।
  • বিশ্বকাপ খেলারে
    মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
  • গোল গোল শোরগোল
    ফুটবল খেলারে,
    কে হারে কে জেতে
    কার বুক জ্বলেরে।
  • নীল সাদা জার্রসিতে
    কোন দল মাতেরে,
    হলুদের আভাতে
    কোন দল কাতারে।
  • ভক্তের হৃদয়ে
    নেইমার মেসিরে,
    বিশ্বকাপ জিতেছে
    কোন দল বেশিরে।
  • অলিতে গলিতে
    পতাকা উড়েরে
    বিশ্বকাপের উত্তাপে
    সারা বিশ্ব পুড়েরে।
  • অহংবোধ
    জাহাঙ্গীর চৌধুরী, চট্টগ্রাম
  • বোঝা মাথায় বাঁকা হয়ে
    কষ্ট যারা পায়।
    নির্দয় মানুষ আরও বোঝা
    তুলে দিতে চায়।
    বাঘের মুখের মৃগের মতো
    নেত্রে উঠলে ঝড়।
    ব্যথার কথা বললে তখন
    গালে মারে চড়।
    এদের প্রতি তাদের যেন
    নেই যে কোনো দায়।
    মানুষ হয়ে মানুষকে আজ
    পশু ভেবে যায়।
    আজকে তুমি টাকার বলে
    নিজকে ভাব রাজ।
    এমন সময় আসবে তোমার
    থাকবে না এই সাজ।
    কুলির সন্তান বড়ো হয়ে
    পরবে যখন তাজ।
    সেদিন তুমি কোথায় রাখবে
    অহংবোধের লাজ ?
  • পাপের বোঝা
    সাঈদুর রহমান লিটন 
  • চলছো সবাই নিজের মতো
    রঙ বে-রঙে থাকছো রতো
    তৈরি করছো পাকাঘর,
    ভুলেই গেছো জীবন মানে
    কোথায় যাবে কে আর জানে?
    কেবা আপন কেবা পর।
    মারামারি কাটাকাটি
    স্বার্থ নিয়ে চাটাচাটি
    করে যাচ্ছ জীবনভর,
    বাড়ি গাড়ি থাকবে নাকো
    অন্যায় করে ছাই’দে ঢাকো
    করো নাকো কাউকে ডর।
    ভালোমন্দ ভুলেই যাচ্ছো
    হারাম হালাল সবি খাচ্ছো
    জেনে-বুঝে করছো পাপ,
    বিবেকবুদ্ধি নাইকো মোটে
    যায়না চলা দম্ভের চোটে
    পাবে নাতো কোনো মাপ।
  • দু’দিন বাদে মরণ হবে
    জমিজমা সবই রবে
    পাবে সাড়ে তিন হাত ঘর,
    তামাম পাপের হিসেব হবে
    অন্ধকারে একলা রবে
    পাপের বোঝায় পাবে ডর।
  • স্বার্থপরতা
    নার্গিস পারভীন লিলি
  • প্রয়োজনে বেঁধেছি ঘর
    নিজ স্বার্থে তোমাকে কাছে টানা,
    কৈফিয়ত দিতে নই রাজি
    থাকলে থাকো পাশে, নয়তো হও বিবাগী।
    ভালোলাগা মন কর্পূরের মত
    স্থায়ী নয় কোথাও,
    খুঁজে ফিরি সুখ আপন ছেড়ে
    জ্ঞান শূন্য হয়ে দিগ্বিদিক, পাপে ডুবে।
    ফুল, পাখি, গাছপালা
    সকলি ভালোলাগা,
    সাগর, নদী, পাহাড়, পর্বত
    দেখবো নয়ন ভরে তুমি ছাড়া।
    বৈচিত্র্যময় জীবন আবেগে উদ্বেলিত
    আমার সুখ খুঁজছি নিজে,
    তোমাকে রেখে অবহেলিত
    কষ্টে কষ্টে ভাসো তুমি তাতেই আমি তৃপ্ত।

মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
সাহিত্য সম্পাদক
বাংলাদেশের বার্তা
sampadok.afjal@gmail.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশের বার্তার “সাহিত্য কন্ঠ”

আপডেট সময় : ০২:৩৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • হৃদয়ে রেখো আমায়
    অং ছাইন চাক, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।
  • প্রিয়, তুমি আছো আমার হৃদয়ে,
    সযত্নে রেখেছি গোপন কক্ষে লুকিয়ে।
    বুকে কম্পন হচ্ছে হারাবার ভয়ে,
    চিরকাল অবস্থান করো বুকে শুয়ে।
  • কথা দাও আমাকে আমার হাত ধরে,
    যেখানে যাবে আমাকে নেবে সঙ্গে করে।
    তুমিহীনা একা থাকতে পারি না,
    সেজন্যে বলছি একা রেখে যেওনা।
  • সত্যিই বলছি ভালোবাসি তোমাকে,
    বিশ্বাস করো ভুল বুঝো না আমাকে।
    চন্দ্র আর তারার মতো
    পাশে অবস্থান করো শক্তপোক্ত,
    ঘৃণা করো না আমায় প্রিয়
    আজীবন তোমার পাশে থাকার অনুমতি দিও।

বাংলাদেশের বার্তার “সাহিত্য কন্ঠ”

  • হঠাৎ যদি হয় দেখা
    কল্পনা দাস
  • চলার পথে হঠাৎ কোথাও হয় যদি গো দেখা–
    পারবে, পারবে কি গো চিনতে আমায়!
    একটু থেমে আমায় ডেকে বলবে কি গো কথা।
    বলবে কি গো, চলো বসি দুজনে, কাছের কোনো কফি সপে।
    মুখোমুখি বসবো যখন, মুগধ হয়ে অপলক চেয়ে থাকবে কি গো আগের মতন।
  • আরো একটু সময় নিবে কি চেয়ে, বলবে কি, চলো না হাঁটি খোলা আকাশের নিচে নির্জন নিরালায়।
    জানতে কি চাইবে, কেমন আছি আমি?
    আর তুমি বিনে এতোদিন কেমনই বা কেটেছে আমার?
    তুমিও কি বলবে ,কেমন করে করছো দিনপাত।
  • হয়তোবা আমি মিছেই ভাবছি এতোকিছু।
    এসবের কোনোটাই করবে না তুমি।
    একটু মুচকি হেসে নতুবা দেখতে পেয়েও না দেখার অভিনয় করে এড়িয়ে যাবে,
    কিংবা অচেনা পথিক হয়েই বিদায় হবে আমার।
  • কষ্টগুলো
    মোঃ আব্দুল মালেক
  • বুকের পাঁজর ভাঙ্গা আমার কেন করিস এতো আদর,
    নিয়তির এ নির্মমতা সয়না রে তোর সুখের – চাদর,
    এতো কষ্ট বুকে নিয়ে যাচ্ছে আমার প্রতি – প্রহর,
    চোখের জল তো শুকিয়ে গেছে এ ধরাটা সত্যি – নশ্বর ।
  • তুই কি-রে ভাই স্বার্থছারা বুঝিস – না আর কিছু,
    এতো – স্বার্থ রাখবি কোথায় মরণ ডাকছে পিছু,
    সেদিন কি আর নড়তে পারবি মাথা করে নীচু,
    একটুখানি ত্যাগে তোরে করতে পারতো অনেক উঁচু ।
  • তুই তো ভাবিস বাচ্চা-মানুষ বুঝিনা তোর সবখেলা,
    না-বুঝিবার ভান করি ভাই দেখছি শুধু তোরলীলা,
    গায়ের জোরে টাকার-ভারে তোর দাপটে ঝালাপালা,
    একদিন ঠিকই বুঝবে রে ভাই তখন দেখবি নাইবেলা ।
  • তোরই স্বজন যাচ্ছে ছেড়ে বুঝিসনা ক্যান সোনাভাই,
    স্বার্থটা তোর মজ্জাগত আপনজনের দরকার নাই,
    বাবার সাথী দাদার সাথী চেয়ে দেখনা কেহই নাই,
    স্বার্থ ছেড়ে দেখনা একবার কোনোকিছুর অভাব নাই ।
  • তোর দেওয়া সব কষ্টগুলো রাখছি খুব যতনে,
    কষ্টগুলো পূজিঁ করেই সুখ পেয়েছি জীবনে,
    ফেরত চাইলে দেবনা আর সুখ-সমাহার ভূবণে,
    তোর কাছে খুব ঋণী আমি জানি আমি মনে-প্রাণে।
  • বর্ণমালা এক পরিবার।
    মফয়জুর রহমান, লন্ডন
  • বর্ণমালা পথের ধারে লিখুক কাঁটার বন
    ফুটবে সেথা সুগন্ধিরা গোলাপ সন্ধিক্ষণ ।
    বন্ধু হবে মেঘের তড়িত ভুলবে যত ক্রোধ
    ফানুস উড়ে যুদ্ধ বিমান ফুলঝুরি বারুদ ।
    আর কতদিন মরতে হবে বুদ্ধিহীনের মত
    জ্ঞান অবতার মানুষরূপে এখনো অজ্ঞাত।
    বলছে সময় জীবন ধারণ ভুগান্তে নির্দেশ
    অশান্তি আজ ঝড়ি হাওয়া ছিন্ন পরিবেশ ।
    মরার আগে মুমূর্ষতা শোকসমাচার হলো
    শান্তিমিশন বিশ্বসভা দেখছে সাদা-কালো।
    বর্ণমালা এক পরিবার হয়তো সুখ বারতা
    বাসরঘরে এক যুবতী শুনবে কাহার কথা।
    রক্তমাখা দেহ বাসে নিযুত জবাবদিহি
    উইঢিপিতে কবর ঘুমায় নাম জানেনা মহি।
    খর’দুপুরে ঘুমিয়ে থাকে রাতের-পেচক হুটি
    পিঁপড়ে খাবে চাঁদের রুটি রক্ত খাবে মাটি ।
    জাগ্রত হও সময় এখন বলিষ্ট হাত ঘুসি
    মরার আগে লড়াই করে লহুর কলম মসি।
    মরবোনা আর দেহের কসম বলি বিশ্বম্ভরে
    দুরন্ত-ঝড় বয় প্রতিবাদ সব রুহানি জোড়ে।
  • ট্রফি কার?
    কাঁকন কিবরিয়া
  • ফুটবল বিশ্বকাপ উন্মাদনায়
    আনন্দিত আজ বিশ্ব,
    তার মধ্যে খেলছে আবার
    ম্যারাডোনার শিষ্য।
    গুরু ম্যারাডোনা আর
    শিষ্য তাহার মেসি,
    আর্জেন্টিনা দলের পক্ষে
    সমর্থনে আছি।
    নিপুন ভাবে খেলে মেসি
    দলের একজন হয়ে,
    অন্য দলেরা আতঙ্কে থাকে
    মেসির গোলের ভয়ে।
    আমরা সবাই আর্জেন্টিনা
    মেসির ভীষণ ভক্ত,
    এই দলকে হারানো
    অনেক বেশি শক্ত।
    যে, যার দলের হয়ে
    দেখতে থাকো খেলা,
    আরও দেখো মেসির জাদু
    আসলে তাহার পালা।
    যে দেশগুলো খেলছে এবার
    বিশ্বকাপ আসরে,
    শুভেচ্ছা আর অভিনন্দন
    জানাই তাদের তরে।
  • ভালো মানুষ
    খালিদ বিন আকরাম
  • ভালো মানুষ সেরা মানুষ
    যে কেউ হতে পারে,
    ভালো মানুষ তর্ক হলে
    ইচ্ছে করে হারে।
  • ভালো যারা ভদ্র তারা
    দোষ ধরে’না কারো,
    হৃদয় তাদের নরম হয়
    হয়না কভু বড়।
  • ভালো মানুষ কথা কয়
    যখন যেটা লাগে,
    নিম্নমুখী পথ চলে, আর
    চলেনা তো আগে।
  • ভালো মানুষ চিনতে হলে
    থাকো তাহার সাথে,
    দেখবে তারা গভীর রাতে
    তাজবি হাতে জাগে।
  • ভালো মানুষ কোনো সময়
    কষ্ট দেয়না কারো,
    চেষ্টা যদি তুমিও করো
    ভালো হতে পারো।
  • ভালো মানুষ খায়’না হারাম
    অল্প হলেও সুখ,
    ভালো মানুষ হাসতে জানে
    দেয়না কারো দুখ।
  • বিশ্বকাপ খেলারে
    মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
  • গোল গোল শোরগোল
    ফুটবল খেলারে,
    কে হারে কে জেতে
    কার বুক জ্বলেরে।
  • নীল সাদা জার্রসিতে
    কোন দল মাতেরে,
    হলুদের আভাতে
    কোন দল কাতারে।
  • ভক্তের হৃদয়ে
    নেইমার মেসিরে,
    বিশ্বকাপ জিতেছে
    কোন দল বেশিরে।
  • অলিতে গলিতে
    পতাকা উড়েরে
    বিশ্বকাপের উত্তাপে
    সারা বিশ্ব পুড়েরে।
  • অহংবোধ
    জাহাঙ্গীর চৌধুরী, চট্টগ্রাম
  • বোঝা মাথায় বাঁকা হয়ে
    কষ্ট যারা পায়।
    নির্দয় মানুষ আরও বোঝা
    তুলে দিতে চায়।
    বাঘের মুখের মৃগের মতো
    নেত্রে উঠলে ঝড়।
    ব্যথার কথা বললে তখন
    গালে মারে চড়।
    এদের প্রতি তাদের যেন
    নেই যে কোনো দায়।
    মানুষ হয়ে মানুষকে আজ
    পশু ভেবে যায়।
    আজকে তুমি টাকার বলে
    নিজকে ভাব রাজ।
    এমন সময় আসবে তোমার
    থাকবে না এই সাজ।
    কুলির সন্তান বড়ো হয়ে
    পরবে যখন তাজ।
    সেদিন তুমি কোথায় রাখবে
    অহংবোধের লাজ ?
  • পাপের বোঝা
    সাঈদুর রহমান লিটন 
  • চলছো সবাই নিজের মতো
    রঙ বে-রঙে থাকছো রতো
    তৈরি করছো পাকাঘর,
    ভুলেই গেছো জীবন মানে
    কোথায় যাবে কে আর জানে?
    কেবা আপন কেবা পর।
    মারামারি কাটাকাটি
    স্বার্থ নিয়ে চাটাচাটি
    করে যাচ্ছ জীবনভর,
    বাড়ি গাড়ি থাকবে নাকো
    অন্যায় করে ছাই’দে ঢাকো
    করো নাকো কাউকে ডর।
    ভালোমন্দ ভুলেই যাচ্ছো
    হারাম হালাল সবি খাচ্ছো
    জেনে-বুঝে করছো পাপ,
    বিবেকবুদ্ধি নাইকো মোটে
    যায়না চলা দম্ভের চোটে
    পাবে নাতো কোনো মাপ।
  • দু’দিন বাদে মরণ হবে
    জমিজমা সবই রবে
    পাবে সাড়ে তিন হাত ঘর,
    তামাম পাপের হিসেব হবে
    অন্ধকারে একলা রবে
    পাপের বোঝায় পাবে ডর।
  • স্বার্থপরতা
    নার্গিস পারভীন লিলি
  • প্রয়োজনে বেঁধেছি ঘর
    নিজ স্বার্থে তোমাকে কাছে টানা,
    কৈফিয়ত দিতে নই রাজি
    থাকলে থাকো পাশে, নয়তো হও বিবাগী।
    ভালোলাগা মন কর্পূরের মত
    স্থায়ী নয় কোথাও,
    খুঁজে ফিরি সুখ আপন ছেড়ে
    জ্ঞান শূন্য হয়ে দিগ্বিদিক, পাপে ডুবে।
    ফুল, পাখি, গাছপালা
    সকলি ভালোলাগা,
    সাগর, নদী, পাহাড়, পর্বত
    দেখবো নয়ন ভরে তুমি ছাড়া।
    বৈচিত্র্যময় জীবন আবেগে উদ্বেলিত
    আমার সুখ খুঁজছি নিজে,
    তোমাকে রেখে অবহেলিত
    কষ্টে কষ্টে ভাসো তুমি তাতেই আমি তৃপ্ত।

মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
সাহিত্য সম্পাদক
বাংলাদেশের বার্তা
sampadok.afjal@gmail.com