দেশে বজ্রসহ/ বৃষ্টির সম্ভাবনা
- আপডেট সময় : ০৮:০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
- / ৯৬৬৮ বার পড়া হয়েছে
জাহিদুল হাসান.নিজস্ব প্রতিবেদক
আগামি ৭/৮ আগস্টের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলের নিকট একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে,বলে সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
যার ফলে আগামি ৮ থেকে ১০/১১ তারিখ পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে এবং সরকারী আবহাওয়া কর্তৃক সকল সমুদ্রবন্দরে ৩নং স্থানীয় সতর্কসংকেত জারি করা হতে পারে, বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
সেই সাথে এসময় দেশের উপকূলে ভারি বর্ষণ ও ঝড়ো বাতাস বয়ে যাওয়ারও আশঙ্কা আছে। বৃষ্টির বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এইচ/কে















