কুমিল্লা আইডিয়াল কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত | বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ১১:৪৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
- / ৯৬২০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
স্বপ্ন দেখি, স্বপ্ন পূরণের প্রত্যাশায়… এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা আইডিয়াল কলেজ একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রোটারী সাবেক গভর্নর শিক্ষানুরাগী দিলনাশিঁ মোহসেন, বিশেষ অতিথি কুমিল্লা আইডিয়াল কলেজের সভাপতি শাহ্ মো. আলমগীর খান, কক্সবাজার জেলার— চকরিয়া উপজেলা সহকারি কমিশনার ভূমি রাহাত উজ জামান দিপু।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন— আমারা চাই আমাদের দেশ এগিয়ে যাক, উন্নত ও আলোকিত হোক। সে জন্য আগে নিজেদের আলোকিত হতে হবে। নিজেরা নিজেকে শিক্ষা, সংস্কৃতি, মানবিক মূলবোধে আলোকিত করে তুললেই তোমাদের পরিবার ও দেশ আলোকিত হবে। মাদক ও মিথ্যা থেকে দুরে থাকতে হবে।
পাঠ বইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বই ও পত্রপত্রিকা পড়তে হবে। বাংলা বিভাগের প্রভাষক মো: নাজমুল হোসাইন খানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন।
অনুষ্ঠানের প্রথম পর্বে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত, গীতা পাঠ ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পাঠের পর স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিভাগের প্রভাষক মো. হাসান ভূইয়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন আহম্মেদ, মোসা. নাজনিন আক্তার, একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের কাজী সাতপিয়া শামীম, রোকসানা আক্তার শান্তা, ব্যবসায় শিক্ষা বিভাগের ফারজানা আক্তার ইভা, মানবিক বিভাগের ফাতেমা আক্তার রাফি।
দ্বিতীয় পর্বে কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক সুফিয়া আক্তার পরিচালনায় দেশের গান পরিবেশন নৃত্যে অংশগ্রহণ করেন স্নেহা নূর, অর্পিতা পোদ্দার, মালিহা, জাকিয়া সুলতানা, তাসপিয়া আক্তার।
এসময় উপস্থিত ছিলেন প্রভাষক মোহাম্মদ মনির হোসেন, নাইমা আক্তার, ফয়েজুল হাসান বাবু, নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার, মিঠুন মজুমদার, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সুনীল চন্দ্র দাস সহ কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ।