ডিএসই’র সাবেক পরিচালক খাজা গোলাম রসুল কাউছারের মৃত্যু
- আপডেট সময় : ১০:০০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / ৯৬২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক সুফি সাধক হযরত খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর পৌত্র ও ডিএসই’র সাবেক পরিচালক খাজা গোলাম রসুল কাউছার (৭০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ…রাজিউন। তিনি দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকার গুলশানের নিজ বাসভবনে শনিবার রাতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে রোববার ভোরে গুলশানে জানাজার পর নিজ জন্মভূমি সিরাজগঞ্জে এনায়েতপুর পাক দরবার শরীফে তার লাশ নিয়ে আসা হয়। সেখানে সকাল ৯ টায় দ্বিতীয় জানাজা শেষে পাক দরবার শরীফের মাজারে স্বজনদের কবরের পাশে তাকে দাফন করা হয়। তখন খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর দরবার শরীফের সাজ্জাদ্দানশীন পীর হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়া সহ আত্মীয়-স্বজন গ্রামবাসী ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত জাকেরগন অংশ নেন।
তার মৃত্যুতে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, খাজা ইউনুস আলী এনায়েতপুরী রঃ এর পাক দরবার শরীফের প্রথম সাজ্জাদ্দানশীন পীর ছিলেন খাজা গোলাম রসূল কাউছারের বাবা আলহাজ্ব খাজা হাশেম উদ্দিন (রঃ)।
সদরপুর উপজেলা ডিজিটাল প্রেস ক্লাবের কমিটি গঠন সভাপতি মাসুদ, সম্পাদক তুহিন