ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৪৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
  • / ৯৬১৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তানজিল আহমেদ রনি

আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি-২০২২ (২০২০-২১ শিক্ষাবর্ষ) এর শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আবু সৈয়েদ মোঃ আল মামুন রেজা’র সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রনি আলম নূর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব অ্যাড. খন্দকার সালমুন আহমেদ (ডন), আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম এবং আলমডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জনাব মোঃ আশরাফুল হক।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিদায় অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি ড. মহবুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান (লিটন) ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।অনুষ্ঠানটি দুটি পর্বে ভাগ করা হয়– আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভা পর্বে প্রথমেই শোকাহত আগস্টে বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভাবগাম্ভীর্যপূর্ণ অবস্থায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর পবিত্র কুরআন তিলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু করা হয়।

আশিকুর রহমানের শুভেচ্ছা বক্তব্য ও যারীন তাসনিম মৌ এর হৃদয়স্পর্শী বিদায়ী বক্তব্যের পর অতিথিরা আলমডাঙ্গা সরকারি কলেজের সার্বিক বিষয়াবলি ও শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সবশেষে জারি গানে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকারী আলমডাঙ্গা সরকারি কলেজের পুরস্কার অতিথিদের মাধ্যমে হস্তান্তর করেন অর্পিতা রাণী পাল ও তার দল।

এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে প্রথমেই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অতঃপর আলমডাঙ্গা সরকারি কলেজের জারী গানের দল তাদের জারি গান পরিবেশন করে। এছাড়াও একক সঙ্গীত, দলীয় সঙ্গীত, নৃত্য, কমেডি ও নাটক প্রদর্শন করা হয়। এতে অংশ নেয় আলমডাঙ্গা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষক।

দুই পর্বেই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলাম আমি রাকিব মাহমুদ এবং আনিকা আক্তার মাইসা।সম্পূর্ণ বাঙালি সংস্কৃতির আদলে সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে ‘বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২২’ সমাপ্ত হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকৃত বিদায়ী শিক্ষার্থীরা অশ্রুসিক্ত নয়নে আবেগঘন উচ্ছাস প্রকাশ করে। এছাড়াও একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীরাও এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে ২০২২ ব্যাচ এর শিক্ষার্থী ও কলেজের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আপডেট সময় : ০১:৪৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২

তানজিল আহমেদ রনি

আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি-২০২২ (২০২০-২১ শিক্ষাবর্ষ) এর শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আবু সৈয়েদ মোঃ আল মামুন রেজা’র সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রনি আলম নূর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব অ্যাড. খন্দকার সালমুন আহমেদ (ডন), আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম এবং আলমডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জনাব মোঃ আশরাফুল হক।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিদায় অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি ড. মহবুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান (লিটন) ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।অনুষ্ঠানটি দুটি পর্বে ভাগ করা হয়– আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভা পর্বে প্রথমেই শোকাহত আগস্টে বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভাবগাম্ভীর্যপূর্ণ অবস্থায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর পবিত্র কুরআন তিলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু করা হয়।

আশিকুর রহমানের শুভেচ্ছা বক্তব্য ও যারীন তাসনিম মৌ এর হৃদয়স্পর্শী বিদায়ী বক্তব্যের পর অতিথিরা আলমডাঙ্গা সরকারি কলেজের সার্বিক বিষয়াবলি ও শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সবশেষে জারি গানে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকারী আলমডাঙ্গা সরকারি কলেজের পুরস্কার অতিথিদের মাধ্যমে হস্তান্তর করেন অর্পিতা রাণী পাল ও তার দল।

এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে প্রথমেই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অতঃপর আলমডাঙ্গা সরকারি কলেজের জারী গানের দল তাদের জারি গান পরিবেশন করে। এছাড়াও একক সঙ্গীত, দলীয় সঙ্গীত, নৃত্য, কমেডি ও নাটক প্রদর্শন করা হয়। এতে অংশ নেয় আলমডাঙ্গা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষক।

দুই পর্বেই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলাম আমি রাকিব মাহমুদ এবং আনিকা আক্তার মাইসা।সম্পূর্ণ বাঙালি সংস্কৃতির আদলে সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে ‘বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২২’ সমাপ্ত হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকৃত বিদায়ী শিক্ষার্থীরা অশ্রুসিক্ত নয়নে আবেগঘন উচ্ছাস প্রকাশ করে। এছাড়াও একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীরাও এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে ২০২২ ব্যাচ এর শিক্ষার্থী ও কলেজের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।