ক্ষেতলালে সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় করেন – হুইপ স্বপন
- আপডেট সময় : ০১:০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ৯৬১২ বার পড়া হয়েছে
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন, জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
শুক্রবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় ক্ষেতলাল পৌর এলাকার ইটাখোলা বাজারে সকল দোকানী ও বাজারে আসা সর্বস্তরের জনগণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজিবুল ইসলাম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক এস.এম.মোরশেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মিয়া সরদার, হুইপের ব্যক্তিগত সহকারী এবিএম ইমরুল হাসান সৈকতসহ জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় শেষে ক্ষেতলাল উপজেলা মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় করেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।