তাড়াশে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু

- আপডেট সময় : ০৯:৪৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ৯৬৩৭ বার পড়া হয়েছে
সাব্বির মির্জা।
সিরাজগঞ্জের তাড়াশে এক কিশোরীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে এবং এ নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জনও। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য বাচ্চু।
মঙ্গলবার (৯ মে) বিকেলে ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কোহিত গ্রামের মেয়ের নিজ বাড়িতে। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা কহিত গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে সুমাইয়া খাতুন (১৪) দুপুরে নিজ ঘরে শুয়ে ছিল। ওই সময় তার দাদী বাড়ির বাহিরে ছিলেন। সে সময়ে বাড়িতে আর কেউই ছিল না। সুমাইয়ার দাদী সন্ধ্যার দিকে বাড়িতে এসে দেখে সুমাইয়া ঘরে শুয়ে আছে। অনেক ডাকাডাকি করার পরও কোন উত্তর না পেলে, তিনি প্রতিবেশীদের ডেকে আনেন।
প্রতিবেশীরা এসে দেখেন যে সুমাইয়া মারা গেছে। ঘটনার সময় সুমাইয়ার বাবা বেল্লাল হোসেনও বাড়িতে ছিলেন না। তার সৎ মা জীবিকার তাগিদে ঢাকা গার্মেন্টসে কাজ করে এবং সেখানেই থাকেন। ফাঁকা বাড়িতে সুমাইয়ার মৃত্যু নিয়ে নানা গুঞ্জন ও রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন এই মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন জন্য। গ্রামবাসী সুত্রে জানা যায়, সুমাইয়া মানসিক প্রতিবন্ধী বা ভারসাম্যহীন ছিলো।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।