কুড়িগ্রামে বালিকা উচ্চ বিদ্যালয়ের জমিতে ভূমি দস্যুদের চোখ

- আপডেট সময় : ০২:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ৯৬৪৪ বার পড়া হয়েছে
বিপুল রায়- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
মরা ধরলা নদী পাড়ে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের (সাবেক নাম সরলা গার্লস স্কুল) ৯৩ শতাংশ জমিতে চোখ পড়েছে ভূমি দস্যুদের। কয়েক দিন আগে জমিতে বিদ্যালয়ের যে সাইনবোর্ড ছিলো তা ভেঙে ফেলেছে ভূমি দস্যুর লোকজন।
এই কাজের তীব্র নিন্দা জানিয়েছে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। তারা মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন সাবেক শিক্ষার্থীর।
সে সঙ্গে তারা এলাকার সকলের সহযোগিতা চেয়েছেন।
আব্দুল কাউয়ুম রঞ্জি নামের এক সাবেক শিক্ষার্থী তার ফেসবুক পোস্টে লিখেছেন, মরা ধরলা নদী পাড়ে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় (সরলা গার্লস স্কুল) ৯৩ শতাংশ যে জায়গাটা জেগে উঠেছে সেটা ভূমি দস্যুরা দখলে নেওয়ার চেষ্টা করছে।এরমধ্যে সেখান থেকে এই সাইনবোর্ডটি সরানো হয়েছে। খুবই দুঃখজনক!! তীব্র নিন্দা জানাই। কুড়িগ্রামে অবস্থানরত প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ এই বিষয়টার সত্যতা যাচাইপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করেন তিনি।
এই পোস্টে মোঃ লিমন হোসাই নামের একজন বলেছেন, ‘‘এই পুকুরে তিনি পৌরসভার কাছে থেকে লিজ নিতেন। এখন তার এক ভাগিনা লিজ নিয়েছেন। পুকুরের পাশের একজমিতে দীর্ঘদিন যাবৎ মাননীয় এমপি মহোদয় পনির উদ্দিন ভাইয়ের ছোট ভাই, মো. তোফায়েল, ভাই আলু চাষ করতেন। এখন কি অবস্থা জানা হয়ে উঠছে না। তবে আশা রাখি এই ব্যাপারে, স্কুলে বসে আলোচনা করে, আইনি ব্যবস্থা নেয়া অত্যন্ত জরুরি’’।