গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের কর্মসূচী-গোয়েন্দা বিভাগের পর্যবেক্ষণ
- আপডেট সময় : ০২:১৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ৯৬১৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক॥
২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ দিন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হবে। এসকল কর্মসূচীকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে গতকাল ২০ আগস্ট ২০২২ খ্রিঃ বিকালে ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকায় অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার)।
গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে এসময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।