ক্ষেতলালে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ

- আপডেট সময় : ০৩:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ৯৬৩৮ বার পড়া হয়েছে
মোঃ শাহিনুর ইসলাম (শাহিন) ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের নুরুল ইসলাম এর ছেলে মাছ চাষি সিরাজুল ইসলাম এর একটি পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে ওই মাছ চাষির প্রায় চার-পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, মাছ চাষী সিরাজুল ইসলাম গত দুই বছর ধরে বাৎসরিব ভিত্তিতে ওই পুকুর লীজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছে। তার চাষকৃত ৩ বিঘা পরিমাণ পুকুরটিতে প্রায় ৩-৪ লাখ টাকার রুই, কাতলা, তেলাপিয়া, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়ে দেওয়া ছিল।
গত মঙ্গলবার দিবাগত রাতে কে বা কাহারা সিরাজুলের চাষকৃত ওই পুকুরে বিষ প্রয়োগ করে। পরদিন বুধবার সকালে সিরাজুল ইসলাম তার পুকুরে গিয়ে অনেকগুলো মরা মাছ ভেসে উঠতে দেখে। মরা মাছ দেখে তিনি তাৎক্ষণিক স্থানীয় চিকিৎসককে ডেকে পাঠান। ওই চিকিৎসক পুকুরে বিষ দেওয়া হয়েছে বলে পরিক্ষা করে নিশ্চিত করেন। এ ঘটনার ঘন্টাখানেক পর পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠে। এতে ওই মাছ চাষি সিরাজুল ইসলাম এর প্রায় চার-পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে ভুক্তভোগী মাছ চাষী সিরাজুল বলেন, আমি দুই বছর থেকে এই পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। গত কয়েকদিন পূর্বে আমার গ্রামের ইসলাম ও আব্দুর রহমান আমাকে পুকুরটিতে মাছ চাষ না করার জন্য হুমকি দিয়ে বলে, মাছ তুলে না নিলে তোর ক্ষতি হবে। এ ঘনটার চার দিন পরে আমার পুকুরে বিষ দেওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় দুইজনকে অভিযুক্ত করে ক্ষেতলাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মাছ চাষি সিরাজুল ইসলাম। অভিযুক্ত দুইজন হলেন, উপজেলার মাঝিয়াস্থল গ্রামের মৃত নবীর উদ্দিন এর ছেলে আব্দুর রহমান (৩০) ও একই গ্রামের মোফাজ্জল হোসেন এর ছেলে ইসলাম(৪০)।
এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, পুকুরে বিষ দেওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।