ব্রেকিং নিউজ ::
কর্ণফুলী নদীতে পণ্যবাহী জাহাজডুবি
বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০৬:২৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / ৯৬৬৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি।
কর্ণফুলী নদীতে পণ্যবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ সময় নদীতে লাফ দিয়ে প্রাণে রক্ষা পান ১৩ শ্রমিক। তবে কী কারণে জাহাজটি ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, জাহাজটি চট্টগ্রামের লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী শফির। এটি সারবোঝাই ছিল। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, নোঙর করা ওই জাহাজে মোট ১৩ জন শ্রমিক ছিলেন। জাহাজডুবির সময় ১২ জন এবং পরবর্তী সময়ে আরও একজন নদীতে থেকে উঠে আসেন। এই ঘটনা কেউ হতাহত হননি।
এইচ/কে















